এখন পড়ছেন
হোম > জাতীয় > চলতি মাসে দেশজুড়ে দশ দিন ব্যাপী বড় উৎসব, ঘোষনা মোদীর! জেনে নিন!

চলতি মাসে দেশজুড়ে দশ দিন ব্যাপী বড় উৎসব, ঘোষনা মোদীর! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস প্রতিবছর সরকারের পক্ষ থেকে ঘটা করে এই দিনটিতে শিক্ষকদের সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকে সেভাবে জাঁকজমক সহকারে এই দিনটি পালন করা সম্ভব হয়নি। কিন্তু এবারে উৎসবে কাটছাঁট করা হলেও, দশ দিন ব্যাপী বড় অনুষ্ঠানের কথা ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত শিক্ষকদের সম্মান জানিয়েই এই অনুষ্ঠান বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। যেখানে তিনি জানান যে, শিক্ষক দিবস উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে “শিক্ষা পরব” পালন করা হবে। জানা গিয়েছে, 7 তারিখ এই অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছু ওয়েবিনারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে নানা শিক্ষকদের বক্তব্য রাখার সুযোগ থাকছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, প্রতিবছর শিক্ষকদের হাতে শিক্ষক দিবসের সম্মান উপলক্ষে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু এই বছর করোনা পরিস্থিতির কারণে তা হচ্ছে না। পুরোটাই অনলাইনের মধ্যে দিয়েই সম্পন্ন করা হবে। যেখানে ভার্চুয়ালি এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে শিক্ষকদের সম্মান জানানোর ক্ষেত্রে দশ দিন ব্যাপী দেশজুড়ে “শিক্ষা পরব” অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!