এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চলতি মাসেই কি পদ্মফুলে হেভিওয়েট তৃণমূল সাংসদ? শুভেন্দুর কথায় বাড়ল জল্পনা!

চলতি মাসেই কি পদ্মফুলে হেভিওয়েট তৃণমূল সাংসদ? শুভেন্দুর কথায় বাড়ল জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ছেলে শুভেন্দু অধিকারী যেদিন থেকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছিলেন, সেদিন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও, দলের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি তাকে। যার যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারীর পিতা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সম্প্রতি শান্তিকুঞ্জে গিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর তারপর থেকেই তাকে নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে।

এমনকি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই বলেও একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় শিশির অধিকারীকে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আগামী 24 মার্চ কাঁথিতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তখন সেই সভা থেকেই বিজেপিতে যোগ দিতে পারেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী বলে দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগেই ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এবার শিশির অধিকারীকে নিয়ে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন।

সূত্রের খবর, বুধবার একটি সভায় বক্তব্য রাখেন বিজেপি নেতার শুভেন্দু অধিকারী। আর সেখানেই বাবা শিশির অধিকারী তথা তৃণমূল সাংসদকে নিয়ে করা জল্পনার জবাব দিতে দেখা যায় তাকে। তিনি বলেন, “24 তারিখ শিশিরবাবু থাকবেন মোদিজীর সভায়‌। অপেক্ষা করো। আমি আরো আগে বলব যে অমিতজির সভায় চলে যেতে। 21 তারিখ এগরাতে অমিতজির সভা আছে।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই তার পরিবারে তার ভাই দিব্যেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকা নিয়ে কাঁথির মেজোবাবুকে কটাক্ষ করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেছিলেন, “লজ্জা করে না! এক বাড়িতে তিনজন মিলে আছো! একজন বিজেপি করছে, দুজন তৃণমূল করছে! এক বাড়িতে থাকতে লজ্জা করে না”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তার প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “বাবুসোনা, অপেক্ষা করো। রামনবমীর আগে আমার বাড়িতেও পদ্ম ফুটবে।” আর এবার নিজের কথাই কি বাস্তব করতে চলেছেন শুভেন্দুবাবু? নানা জল্পনা-কল্পনার পর বাবাকে নিয়ে করা তার এই ধরনের দাবি যে বাস্তব হওয়ার শুধু সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা।

একাংশ বলছেন, এর আগে শিশির অধিকারী যখন কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখন বাবার রাজনৈতিক সিদ্ধান্ত স্থির করে দিয়েছিলেন ছেলে শুভেন্দু অধিকারী। শিশিরবাবু অনেক সাক্ষাৎকারে এই কথা নিজেই স্বীকার করেছেন। আর এবার কাঁথির শান্তিকুঞ্জের অচলায়তন ভেঙে দিয়েছেন সেই শুভেন্দু অধিকারী। নীতি আদর্শের বাইরে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলে দিয়েছেন তিনি।

আর তারপর থেকেই শিশির অধিকারীর কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত না হওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য পোষণ করা, ইত্যাদি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে এবার ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তার কথামতই যে খুব তাড়াতাড়ি শিশির অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন, তা বলাই যায়। সব মিলিয়ে এই মহতী সন্ধিক্ষণ কবে আসে, কবে জোড়াফুল ছেড়ে আনুষ্ঠানিকভাবে হাতে পদ্মফুল নেন শান্তিপুরের বড়কর্তা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!