এখন পড়ছেন
হোম > জাতীয় > চলতি মাসেই সামনা-সামনি হতে পারেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়, টানটান উত্তেজনা রাজনীতি মহলে

চলতি মাসেই সামনা-সামনি হতে পারেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়, টানটান উত্তেজনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি মাসেই সামনাসামনি হতে পারেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়। আগামী ৩০ সে জুলাই পাবলিক একাউন্ট কমিটির প্রথম বৈঠক রয়েছে। এই বৈঠকে তাঁদের দুজনেরই যোগদান করার কথা। পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে যেমন মুকুল রায়ের থাকার কথা, তেমনি পাবলিক একাউন্টস কমিটির সদস্য হিসাবে বৈঠকে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে, বৈঠকে দুজনে মুখোমুখি হবেন কিনা? তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। জানা যাচ্ছে, দুজনের মধ্যে কেউই মুখোমুখি হতে বিশেষ ইচ্ছুক নন।

এদিকে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। আদালতের রায় বের না হওয়া পর্যন্ত মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান রেখে কমিটির বৈঠক যাতে না হতে পারে, তার দাবি করতে পারেন শুভেন্দু অধিকারী। আবার, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তিনি ও বিজেপির ৫ সদস্যকে পাবলিক একাউন্ট কমিটির মিটিংয়ে উপস্থিত না হবার কথা বলেছেন। তবে, সকলেই এই নির্দেশ মানবেন কিনা? তার প্রশ্ন রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভার পাবলিক একাউন্টস কমিটিতে বিজেপির পাঁচজন সদস্য রয়েছেন। শুভেন্দু অধিকারী ছাড়াও সেখানে রয়েছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়, মিহির গোস্বামীর, ড অশোক লাহিড়ী, নিখিল রঞ্জন রায়। এদের মধ্যে বেশকিছু বিধায়ক বৈঠকে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন যে, বৈঠকে না গেলে একপাক্ষিক ভাবে সিদ্ধান্ত নিতে পারে সরকার। কমিটির কিছু জানতে পারবে না বিজেপি। আবার অশোক লাহিড়ীর মত ব্যক্তি কমিটির বৈঠকে থাকলে, সরকারের পক্ষে একপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন সরকারকে।

এদিকে দলের শীর্ষ নেতৃত্বের তলবের পর গতকাল দিল্লি গিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। দলের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে জরুরি বৈঠক হয়েছে তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তেমনি বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি
নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গিরিরাজ সিং প্রমুখদের সঙ্গে।
পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদ থেকে মুকুল রায়কে সরাতে ও তাঁর বিধায়ক বিধায়ক পদ খারিজ করে দিতে তৎপর শুভেন্দু অধিকারী। অনেকে মনে করছেন, যদি তিনি এ কাজ সম্পন্ন করতে পারেন, তবে দলের শীর্ষ নেতৃত্বের তাঁর ওপর ভরসা আরো অনেক বেড়ে যাবে। সে ক্ষেত্রে দলের আরও বড় দায়িত্ব লাভ করতে পারেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!