এখন পড়ছেন
হোম > জাতীয় > চন্দ্রাযান২-র বিক্রম রহস্য নতুন করে চাগিয়ে উঠল নাসা ও চেন্নাইয়ের জ্যোতির্বিজ্ঞানীরা হাত ধরে

চন্দ্রাযান২-র বিক্রম রহস্য নতুন করে চাগিয়ে উঠল নাসা ও চেন্নাইয়ের জ্যোতির্বিজ্ঞানীরা হাত ধরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বহু প্রত্যাশিত চন্দ্রাযান-২ নিয়ে ফের আসার আলো দেখালো চেন্নাইয়ের টেকি। তিনি টুইট করে শনিবার দাবি করেন চন্দ্রাযান-২ এর রোভার ‘প্রজ্ঞান’ অক্ষত আছে এবং ল্যান্ডার ‘বিক্রম’ এর থেকে কয়েক মিটার দূরে সরে গিয়েছে। চন্দ্রাযান-২ ইসরোর দ্বিতীয় চন্দ্র অন্বেষণ মিশন। ২০০৮ এর চন্দ্রাযান-১ এর সাফল্যের পর ২০১৯ এর ২২ শে জুলাই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দায়ে চন্দ্রাযান-২ অন্ধ্র প্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।

এই চন্দ্র অভিযান প্রাথমিক সাফল্য পেলেও ৬ ই সেপটেম্বর ২০১৯ চাঁদের মাটিতে পা রাখার আগের মুহূর্তে চন্দ্রাযানের ল্যান্ডার ‘বিক্রম’ এর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয় পৃথিবীর সাথে কিছু সফটওয়ারের গোলযোগের দরুন। এর ফল স্বরূপ চন্দ্রাযানের ল্যান্ডার ‘বিক্রম’ আঁচড়ে পারে চাঁদের মাটিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বহু প্রত্যাশিত এই চন্দ্র অভিযান সাফল্য অর্জন না করলেও তার এই দাবি নতুন আসার আলো দেখিয়েছে। তার নিজের দাবির সমর্থনে তিনি নাসার তোলা ছবিকে প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। এর আগেও চাঁদের মাটিতে ল্যান্ডার ‘বিক্রম’ এর অবশিষ্ঠ অংশ চিহ্নিত করেন। তার কাজের জন্য তিনি ইসরো এবং নাসার প্রশংসা পান। চেন্নাই টেকি এর এই নতুন সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরো। বিশেষজ্ঞরা তার দাবিকে এখনই মান্যতা না দিলেও, এই নতুন সূত্রের জন্য তিনি প্রশংসা পেয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!