এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চোপড়াবাসীকে দাসপাড়া বয়েজের অনন্য উপহার! কালীপুজোয় পায়ে হেঁটে ইন্ডিয়া গেট!

চোপড়াবাসীকে দাসপাড়া বয়েজের অনন্য উপহার! কালীপুজোয় পায়ে হেঁটে ইন্ডিয়া গেট!


কালীপুজোকে সামনে রেখে পায়ে হেটে ইন্ডিয়া গেট ঘুরে নিতে পারেন এবার আপনিও। কারণ ইন্ডিয়া গেটের সমস্ত কিছুই এক মুহুর্তে দেখতে পাবেন চোপড়া ব্লকের দাসপাড়া রয়্যাল বয়েজ সঙ্ঘের পুজোতে। যাঁরা ভারতের এই মহান স্থাপত্য ও অনেক অনভূতি জড়ানো ইন্ডিয়া গেটকে নিজের চোখে দেখে উপলব্ধি করতে চান, অথচ আজও দিল্লিতে গিয়ে তা দেখে উঠতে পারেননি – তাঁদের জন্যই এই অনন্য আয়োজন বলে জানিয়েছে পূজা কর্তৃপক্ষ।

পূজা কমিটির তরফে জানানো হয়েছে, অনেকেরই সাধ বা সাধ্যের বাইরে থাকায়, ভারতের এই অনন্য প্রতীকের সামনে দিল্লিতে পৌঁছতে পারেননি। এবার তাঁদের জন্য ঘরের পাশেই সাজানো হয়েছে – ইন্ডিয়া গেটের সেই চিত্র। প্রসঙ্গত, প্রত্যেক বছরই কালীপুজোয় বিগ বাজেট করা হয় দাসপাড়ায়। এবছরও চোপড়া ব্লকের দাসপাড়া রয়্যাল বয়েজ সঙ্ঘ তাদের পুজোয় এক অন্যরকম আলোকসজ্জা রেখেছে। এবার তাদের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অষ্টম বছরের পুজোয় চোপড়াবাসীর জন্য, এবারে তাদের পুজোর থিমে রয়েছে দিল্লিতে থাকা ইন্ডিয়া গেট। আলোকসজ্জায় এমনভাবে তুলে ধরা হয়েছে সেই চিত্র, পুজো মন্ডপে আসলে মনে হবে আপনি যেন সত্যিই দিল্লিতে পৌছে গেছেন। বিভিন্নরকম শোলা ও কাপড়, পোস্টার সহযোগে এক সুন্দর ইন্ডিয়া গেট দৃশ্য সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য গৌরব দাস। একই সঙ্গে মন্ডপের ভিতরে প্রতিমাকে সাজানো হয়েছে ভারতের মানচিত্রে।

পুজো কমিটির কথায়, এখানে আপনি শুধু দেবীর মুখদর্শনই নয়, একইসঙ্গে দেখতে পাবেন নিজের দেশের ভৌগলিক মানচিত্রটিও। আমরা এবছর পুজোর থিমে নতুন কিছু রেখেছি। আমরা সকলকে দেশ ও দেশাত্মবোধের বার্তা দিতেই এবারের পুজোর থিমে ইন্ডিয়া গেট ও মায়ের প্রতিমার পাশাপাশি ভারতের মানচিত্রটি তুলে ধরেছি। এছাড়াও আমাদের পুজো মন্ডপে ভারতীয় সেনারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পোশাকের নানান চিত্র সহ তাদের বন্দুক এর চিত্র মন্ডপের আলোকসজ্জায় রেখেছি। ইতিমধ্যেই কৌতুহলী মানুষের ভিড় জমছে ইন্ডিয়া গেটের সে দৃশ্য দেখতে বলেও জানান কমিটির সদস্যরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!