চোপড়া নিয়ে এবার মমতার অস্বস্তি বাড়ালেন ঘনিষ্ঠ সাংসদ! আরও চাপে তৃণমূল! জাতীয় তৃণমূল রাজনীতি রাজ্য July 1, 2024July 1, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চোপড়ায় যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে সর্বভারতীয় স্তরেও মুখ পুড়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। তিনি বিজেপির বিরুদ্ধে নিজের সাংসদদের একত্রিত হয়ে লড়াই করার কথা বলছেন। আর সেই সময় তার বাংলায় যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর মুখ দেখানোর মতো জায়গা নেই। যে সমাজবাদী পার্টিকে তিনি নিজের অত্যন্ত বন্ধু দল বলে মনে করেন, সেই সমাজবাদী পার্টির সাংসদ এই চোপড়ার ঘটনা নিয়ে অস্বস্তি বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, এদিন চোপড়া নিয়ে সমাজবাদী পার্টি সাংসদ ডিম্পল যাদবকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই ঘটনায় কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত।” অর্থাৎ রাজ্যের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির অত্যন্ত ভালো সখ্যতা রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যখন সর্বভারতীয় স্তরে সমস্ত দলকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি যে বাংলায় শাসন করছেন, সেখানেই চোপড়ার মত ঘটনা ঘটে যাওয়ায় জাতীয় রাজনীতিতে তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়লেন। সমাজবাদী পার্টির সংসদ ডিম্পল যাদব যে শাস্তির দাবি তুলেছেন, তা যদি অক্ষরে অক্ষরে পালন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এক্ষেত্রেও যারা দোষ করেছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা হয়, তাহলে কিন্তু আগামী দিনে জাতীয় রাজনীতিতে যতটুকু আছেন, ততটুকুও মুছে যাবে তৃণমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -