চরম নির্লজ্জ মমতা! শঙ্কুর ভয়ে কুপোকাত ঘাসফুল, তাই কি ভয়াবহ হামলা? তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 16, 2024 প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- দল ক্ষমতায় আসার আগে তৃণমূলের যে সমস্ত দুর্দিনের সঙ্গীরা ছিল, তাদের মধ্যে অনেকেই এখন দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন। যার মধ্যে অন্যতম শঙ্কুদেব পন্ডা। আর এবার সেই শঙ্কুদে পন্ডার ওপরেও আঘাত নেমে আসলো শাসকদলের পক্ষ থেকে। যার ফলে প্রশ্ন উঠছে যে, নির্বাচনের আগে কি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই কারণেই কি প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন না জেনে নিজের দলকে দিয়ে হামলা করানোর পরিকল্পনা করছেন বিরোধী নেতাদের ওপরে? সূত্রের খবর, গতকাল চন্ডিপুরে দলীয় কর্মসূচি সেরে একটি কার্যালয়ে বসে থাকার সময় হামলা চালানো হয় বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার ওপরে। বাইক নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির। ইতিমধ্যেই একজনকে ধরা হলেও বাকিরা সব পালিয়ে গিয়েছে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, শঙ্কুদেব পন্ডার মত একজন তরুণ তুর্কি নেতাকে দেখেও এত ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! আসলে এই শঙ্কুদেব পন্ডা ছিল বলেই তো একসময় তৃণমূলের ছাত্র রাজনীতির পথ প্রশস্ত হয়েছিল। আর আজকে শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পন্ডারা বিরোধী শিবিরে জন্যেই চোখে সর্ষেফুল দেখতে শুরু করেছে তৃনমুল কংগ্রেস। আর সেই কারণেই কার্যত বেমালুম হয়ে সেই সমস্ত নেতাদের ওপরেই আক্রমণ করে নিজেদের কবর নিজেরাই খুড়ছে তৃনমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -