এখন পড়ছেন
হোম > অন্যান্য > জয়ের মাঝেও খারাপ খবর! চোটের জন্য এবারের IPL থেকে ছিটকে গেলেন নাইট শিবিরের এই মহাতারকা!

জয়ের মাঝেও খারাপ খবর! চোটের জন্য এবারের IPL থেকে ছিটকে গেলেন নাইট শিবিরের এই মহাতারকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- জয়ের আনন্দটা যেন ভালো করে উপভোগ করতেই পারছে না কেকেআর। দুবাই পৌঁছানো থেকেই দলের মধ্যে লেগে রয়েছে একটার পর একটা সমস্যা। কখনো প্রাকটিসে নামা নিয়ে সমস্যা তো কখনও অধিনায়কত্ব নিয়ে সমস্যা। শুরু তাই নয়, এরপর আসে কার্তিক রাসেল দ্বৈরথ। কিন্তু ক্রীড়াবিদদের মতে প্রথম থেকেই বলা হয়েছিল যে কেকেআর এই বছর ভালো খেলতে পারে যদি সকলে একসঙ্গে খেলে, কারণ এবার ব্যাটে বলে কেকেআর অনেক বেশি মজবুত। তবে

জয়ের সরণিতে বোধ হয় আবারও হোঁচট খেতে চলেছে কেকেআর। নেপথ্যে আলি খান। সম্প্রতি জানা গেছে, চোটের জন্য এ বারের আইপিএলে আর খেলতেই পারবেন না কলকাতা নাইট রাইডার্সের পেসার আলি খান। কেকেআর এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেললেও এখনও পর্যন্ত কিন্তু একটি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। তবে আশা ছিল যে পরে হয়ত তাঁকে দেখা যেতেও পারে। তবে মাঠে নামার আগেই শেষ হয়ে গেল তাঁর এবারের আইপিএল স্বপ্ন। সেই সঙ্গে মন ভেঙে গেল কেকেআর অনুরাগীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এবারের আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই কাঁধে চোট পেয়েছিলেন হ্যারি গার্নি। সেইসময় তাঁর বিকল্প হিসেবেই কেকেআর থেকে প্রাথমিক ভাবে মুস্তাফিজুর রহমানের কথা ভাবা হয়েছিল। কিন্তু জাতীয় দলের সফর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ছাড়তে রাজি হয় না। ফলে সেই জায়গায় নেওয়া হয় আলি খানকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে তিনিই আমেরিকার প্রথম ক্রিকেটার ছিলেন। এছাড়া, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে নজর কাড়তে দেখা গিয়েছিল তাঁকে। আট ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। ফলে ইকনমি রেট ছিল সাড়ে সাতের নীচে, ৭.৪৩।

ফলত, গত বছর থেকেই কেকেআরের নজর ছিল তাঁর ওপর। অনেক প্রতিশ্রুতি নিয়ে তাই এবার কেকেআরে এসেছিলেন আলি খান। কিন্তু চোটের জন্য একটা ম্যাচও তিনি পেলেন না। শুরুর আগেই তাঁর টুর্নামেন্ট শেষ হয়ে গেল বলেই জানা গেছে। যদিও এই পেসারের চোট সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবুও আইপিএলের তরফে এদিন একটি বিবৃতিতে বলা হয়, হ্যারি গার্নির জায়গায় আলি খানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চোটের কবলে পড়ায় টুর্নামেন্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে। আরো বলা হয় যে, আলি খানের চোটে তাঁরা হতাশ। ফ্র্যাঞ্চাইজি কিন্তু আলি খানের পাশে রয়েছে বলেই জানিয়েছেন তাঁরা। যদিও তাঁকে থেকে যেতে বলা হচ্ছে, তবে শেষ পর্যন্ত তিনি থাকবেন কিনা, সেটা এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!