এখন পড়ছেন
হোম > অন্যান্য > চোটের কবলে ঋষভ পন্থ! কি বলছে দলের ভবিষ্যত পরিকল্পনা? জানুন বিস্তারিত

চোটের কবলে ঋষভ পন্থ! কি বলছে দলের ভবিষ্যত পরিকল্পনা? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এবারে আইপিএলে দুর্ঘটনা সামাল দিতে হচ্ছে একের পর এক। তবে সেই তালিকায় চোট পেয়ে বাতিল হতে দেখা যাচ্ছে বেশিভাগ খেলোয়াড়কে। আর যা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন দলের অন্দরে। প্রতি ক্ষেত্রেই দলের খেলার আগে একটি নির্দিষ্ট ম্যাচ পরিকল্পনা থাকে। সেক্ষেত্রে খেলোয়াড়দের চোট পাওয়াতে নতুন করে সেই পরিকল্পনা নিয়ে এগোতে হচ্ছে সকলকে।

বস্তুত, সম্প্রতি রাসেল থেকে শুরু করে ইশান্ত শর্মার চোট নিয়ে সমস্যা তৈরি হতে দেখা গিয়েছিল। কিন্তু সেখানে রাসেল ফিরে এলেও দিল্লি থেকে বাদ গেছেন ইশান্ত শর্মা। এবার তাঁকে নিয়ে দলের মধ্যে নতুন রিপ্লেসমেন্টের কথা ভাবা হচ্ছে বলেই খবর পাওয়া গেছে। সেই সঙ্গে দিল্লি থেকে সরে যাচ্ছেন আরও এক খেলোয়াড়।

জানা গেছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। যার ফলে গ্রেড ওয়ান টিয়ারের ওই চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে দেখা যায়নি এই তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যানকে। তবে জানা গেছে, ঋষভের চিকিত্‍সা চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই সঙ্গে এটাও জানানো হয়েছে যে, দলে বা এবছরের আইপিএলে তাঁর ফিরে আসার চান্স নেই। আর যা নিয়ে সমস্যা তৈরি হয়েছে দলে। বিশেষ করে স্পিনার অমিত মিশ্র, ইশান্ত শর্মার পর পন্থের সরে যাওয়া দলকে নতুন করে সমস্যায় ফেলেছে বলে জানা গেছে।

চলতি বছরের আইপিএলে এই উইকেটরক্ষক তথ্য ব্যাটসম্যান ঋষভ পন্থকে আট কোটি টাকা দিয়ে নিজেদের করে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দেখা গেছে, সে অনুযায়ী এখনও পর্যন্ত টুর্নামেন্টে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেননি তিনি। ভারতীয় উইকেটরক্ষক এই খেলোয়াড় চলতি বছর আইপিএলে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে ১৭৬ রান করেছেন বলে জানা গেছে। যা কিনা অনুরাগীদের কাছে তুলনায় যথেষ্ট নয় বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা গেছে, চোটের কারণে আগামী দুই থেকে তিনটি ম্যাচে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হবে ঋষভ পন্থকে। তবে তাঁর জায়গায় ভারতীয় উইকেটরক্ষকের অভাব পূরণের জন্য অজিঙ্ক রাহানেকে মাঠে নামতে দেখা যাবে বলেও জানান হয়েছে। অন্যদিকে, আজ আইপিএল ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে দেক যাবে দিল্লি ক্যাপিটালসকে। তবে ঋষভ পন্থের পরিবর্তে অস্ট্রেলিয় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি খেলবেন বলেই আপাতত জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!