এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ছত্রধরের ভাবনায় কি জঙ্গলমহলে নতুন রাজনৈতিক সমীকরণ? নতুন পদক্ষেপে শুরু হল তীব্র জল্পনা

ছত্রধরের ভাবনায় কি জঙ্গলমহলে নতুন রাজনৈতিক সমীকরণ? নতুন পদক্ষেপে শুরু হল তীব্র জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে শ্রীঘরে ছিলেন তিনি। সাম্প্রতিককালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে জঙ্গলমহলের দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে রাজ্য তৃণমূলের সম্পাদক করা হয়েছে ছত্রধর মাহাতোকে। কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। আর ছত্রধর মাহাতো এই সাংবাদিক বৈঠক করেছিলেন যেখানে তৃণমূলের জেলা সহ-সভাপতি দুর্গেশ মল্লদেব এবং তার অনুগামীরা বসেন, সেই রূপছায়া রোডের দলীয় কার্যালয়ে।

স্বাভাবিকভাবেই ছত্রধর মাহাতোর এই উদ্যোগের পরই এখন নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। অনেকে বলছেন, দুর্গেশবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের অতটা সুনজরে নেই। পুর প্রশাসনিক বোর্ড থাকা সত্ত্বেও এই দুর্গেশবাবুকে বর্তমান পৌর বোর্ডের কোনো সদস্য করা হয়নি। স্বাভাবিকভাবেই সেই দুর্গেশ মল্লদেবের সঙ্গে দলের দূরত্ব বাড়ছে বলে দাবি করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে সেই দুর্গেশবাবু যে কার্যালয়ে বসেন, সেখানে সাংবাদিক বৈঠক করলেন ছত্রধর মাহাতো। যার পরিপ্রেক্ষিতে একাংশ বলছেন যে, দুর্গেশবাবুর গড়ে ছত্রধর মাহাতো সাংবাদিক বৈঠক করে কার্যত নিজের হাতেই এলাকার রাশ নিতে চাইলেন।

তাহলে কি আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গেল জঙ্গলমহলের তৃণমূল কংগ্রেস? এদিন এই প্রসঙ্গে ছত্রধর মাহাতোর পাশে বসে থাকা সাংবাদিক বৈঠকে উপস্থিত জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “সাংবাদিক বৈঠকে সেভাবে কাউকে ডাকা হয়নি। কাছাকাছি যারা ছিলেন, তাদের ফোন করে ডেকেছিলাম। আর সাংবাদিক বৈঠকে নির্দিষ্ট করে কাউকে ডাকার নির্দেশ ছিল না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সুব্রতবাবু যে কথাই বলুক না কেন, শহর তৃণমূল সভাপতি প্রশান্ত রায়কে এই সাংবাদিক বৈঠকে দেখতে না পাওয়ায় তীব্র জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি ছত্রধর মাহাতো জঙ্গলমহলের দায়িত্ব পাওয়ার পর এখন নিজের মত করে টিম সাজাতে শুরু করলেন! সেক্ষেত্রে তার টিমের তালিকা থেকে বাদ পড়তে শুরু করেছেন অনেক নেতা! এখন তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে দলের অন্দরে।

এদিন এই ব্যাপারে দুর্গেশ মল্লদেবকে প্রশ্ন করা হলেও তিনি কার্যত নিরব রয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন জঙ্গলমহল পুনরুদ্ধার করতে সবথেকে বেশি ভরসা করছেন ছত্রধর মাহাতোকে। তাই তিনি নিজের মত করে এখানে দল পরিচালনা করলেও, সেভাবে রাজ্য নেতৃত্ব কোনো হস্তক্ষেপ করছে না। অর্থাৎ ছত্রধর মাহাতোর উপরেই সমস্ত জঙ্গলমহল ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যার ফলে দুর্গেশ মল্লাদেব থেকে শুরু করে তার অনুগামী নেতারা সাংবাদিক বৈঠকে অনুপস্থিত থাকলেও, তা নিয়ে বেশি গুঞ্জন হতে দেখা যাচ্ছে না। তবে এই সমস্ত নেতারা যদি এবার দলে গুরুত্ব না পেয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেন, তাহলে তা তৃণমূলের পক্ষে খুব একটা সুখকর হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ছত্রধর মাহাতোর নিজের মত পথ চলা এলাকায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে, নাকি বৃদ্ধি পায় গোষ্ঠীদ্বন্দ্ব, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!