এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার বড়সড় উপহার পেলেন ছত্রধরের পরিবার, এবার কি জঙ্গলমহলে ছত্রধরই ভরসা তৃণমূলের?উঠছে প্রশ্ন!

আবার বড়সড় উপহার পেলেন ছত্রধরের পরিবার, এবার কি জঙ্গলমহলে ছত্রধরই ভরসা তৃণমূলের?উঠছে প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার ছত্রধর মাহাতোর স্ত্রীকে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য করল রাজ্য সরকার। সূত্রের খবর, গত 12 অক্টোবর রাজ্যের নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আর যেখানে বলা হয় যে, 13 অক্টোবর থেকে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্য হিসেবে কাজ করবেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় নানা মহলে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, জেল থেকে মুক্ত হওয়ার পরেই ছত্রধর মাহাতোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল। তার পরবর্তী সময় কালে তিনি যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়েছিলেন। যার ফলে ছত্রধর মাহাতো তৃণমূলের প্রতি আনুগত্যের কারণেই তার স্ত্রীকে এই বড়সড় পদ দিল রাজ্য সরকার।

ইতিমধ্যেই এই গোটা ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ছত্রধর মাহাতো জেল থেকে মুক্ত পাওয়ার পরেই যেভাবে তাকে তৃণমূল কংগ্রেস বড়সড় জায়গা দিয়েছিল, তাতে বিরোধীরা এমনিতেই প্রশ্ন তুলতে শুরু করেছিল। আর এবার তার স্ত্রীকে এইরকম পদ দেওয়ায় বিতর্ক ক্রমশ বাড়বে বলেই মনে করছেন সকলে। জানা গেছে, ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতোর বর্তমান বয়স 43 বছর। নিয়ম অনুযায়ী শিশু সুরক্ষা অধিকার কমিশনের কোনো সদস্য একটানা তিন বছর সেই পদে থাকতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত এই পদে থাকতে পারবেন নিয়তি মাহাতো। ইতিমধ্যেই একাংশ বলতে শুরু করেছেন, এই নিয়োগ পুরোপুরি রাজনৈতিক। এদিন এই প্রসঙ্গে নবান্নের এক শীর্ষ আমলা বলেন, “নিয়তি মাহাতো শিশু সুরক্ষা নিয়ে কোনোদিন কাজ করেছেন, এমন তথ্য নেই। স্বভাবতই এই নিয়োগ পুরোপুরি রাজনৈতিক। ভাতা, টেলিফোন খরচ সহ আনুষঙ্গিক মিলিয়ে মাসে প্রায় 30 হাজার টাকা পাবেন। এছাড়াও রাজ্য সরকারের এই কমিটির সদস্য হওয়ার সুবাদে একাধিক সুবিধা এবং সামাজিক পরিচিতি বাড়বে নিয়তি মাহাতোর।”

বিশেষজ্ঞরা বলছেন, কয়েক মাস আগে সিপিএমের প্রাক্তন সাংসদ তথা বর্তমান তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে শিশু কমিশনের সদস্য করা হয়েছিল। আর এবার ছত্রধর মাহাতোর স্ত্রীকে সেই কমিশনের সদস্য করা হল। যার ফলে শিশু সুরক্ষা কমিশনের সদস্য যারা হচ্ছেন, তারা বর্তমানে শাসকদলের ঘনিষ্ঠ। তাই তারা জায়গা পাচ্ছেন বলে দাবি করতে শুরু করেছেন একাংশ।

কেননা যারা এই কমিশনের সদস্য হচ্ছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা বলে কিছু নেই। ফলে শাসক দল নিজেদের বহর বাড়াতেই অনভিজ্ঞ ব্যক্তিদের এখানে বসিয়ে সুবিধা পাইয়ে দিতে চাইছে। স্বাভাবিকভাবেই সমালোচক মহলের এই বক্তব্যে রাজ্যের শাসক দল যে কিছুটা হলেও বেকায়দায়, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে ছত্রধর মাহাতোর স্ত্রীর এই নতুন পদ প্রাপ্তি গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!