এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > চুঁচুড়ার ছায়া আসানসোলে, বিজেপি গড়ে দলীয় বিক্ষোভে অস্বস্তিতে দিলীপ, বাড়ছে বিড়ম্বনা!

চুঁচুড়ার ছায়া আসানসোলে, বিজেপি গড়ে দলীয় বিক্ষোভে অস্বস্তিতে দিলীপ, বাড়ছে বিড়ম্বনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই দলের ভেতরে এবং বাইরে বিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে যে সমস্ত রাজ্য নেতারা ছিলেন, তারা কি ভূমিকা পালন করেছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপির রাজ্য স্তরের এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব।

ইতিমধ্যেই চুঁচুড়াতে বৈঠক করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। যে ঘটনায় মেজাজ হারাতে দেখা গিয়েছিল তাকে। আর এই পরিস্থিতিতে এবার চুঁচুড়ার ছায়া দেখা গেল বিজেপির শক্ত ঘাঁটি আসানসোলে। যেখানে ভেতরে গুরুত্বপূর্ণ বৈঠক চলার সময় কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন দলীয় নেতাকর্মীদের একাংশ। যার জেরে ব্যাপক অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির।

সূত্রের খবর ,সোমবার আসানসোলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু ভেতরে বৈঠক চলার সময়ে বাইরে বেশকিছু বিজেপি কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেখানে ভোটের পরবর্তী সময়কালে তারা আক্রান্ত হলেও, তাদের খোঁজ খবর নেওয়া হয়নি। তাই রাজ্য সভাপতিকে তাদের কথা শুনতে হবে বলে দাবি জানাতে শুরু করেন নেতাকর্মীরা।

এদিকে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে যাওয়ায় দলীয় বৈঠক হওয়ার পার্টি অফিসের ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। যাতে বাইরের বিক্ষোভ ভেতরে না আসে। তবে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হিসেবে যখন ভেতরে বৈঠক করছেন, তখন বাইরে নেতা-কর্মীদের একাংশের এই বিক্ষোভ গেরুয়া শিবিরের কাছে যে যথেষ্ট অস্বস্তির কারণ, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপির অন্দরে একে অপরের বিরুদ্ধে দোষারোপের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন নেতা-নেত্রী জেলায় জেলায় কার জন্য খারাপ ফলাফল হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে ভোটের ফলাফলের পর বিরোধী দলের জায়গা পাওয়া বিজেপি নিজেদের নেতা-কর্মীদের সংগঠিত করতে এবং উজ্জীবিত রাখতে জেলায় জেলায় হেভিওয়েট নেতাদের দিয়ে সফল করাতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সম্প্রতি হুগলির চুঁচুড়াতে দলীয় বৈঠক করতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের একাংশের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। আর এবার সেই একই ঘটনা ঘটতে দেখা গেল বিজেপির শক্ত ঘাঁটি আসানসোলে। ভেতরে যখন দিলীপ ঘোষ বৈঠক করছেন, তখন বাইরে শুরু হল বিক্ষোভ। স্বাভাবিক ভাবেই বিজেপি বিরোধী দল হিসেবে জায়গা পাওয়ার পরেও যদি তাদের অন্তর্কোন্দল এত ভয়াবহ আকার ধারণ করে, তাহলে তারা কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, একের পর এক জেলা সফর করলেও, বিজেপির রাজ্য সভাপতি যেভাবে দলীয় নেতা-কর্মীদের প্রশ্নের মুখে পড়ছেন, তাতে পরিস্থিতি আয়ত্তে আনতে কি পদক্ষেপ গ্রহণ করে গেরুয়া শিবির, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!