এখন পড়ছেন
হোম > জাতীয় > চূড়ান্ত নাটকীয়তা! তৃণমূলের ভাঙ্গনের মাঝেই ভাঙ্গা হলো প্রশান্ত কিশোরের বাড়ি!

চূড়ান্ত নাটকীয়তা! তৃণমূলের ভাঙ্গনের মাঝেই ভাঙ্গা হলো প্রশান্ত কিশোরের বাড়ি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তৃণমূলের রাজ্যসভার সাংসদ দীনেশ ত্রিবেদী অকস্মাত্ রাজ্যসভার সাংসদ পদ ও দলের সদস্য পদ ছেড়ে দিলেন। তবে রাজনীতি ছাড়ছেন না বলেই জানিয়ে দিয়েছেন তিনি। তৃণমূল সাংসদের এই চূড়ান্ত নাটকীয় পদক্ষেপ বিস্মিত করেছে রাজনীতিমহলকে। আর এই পরিস্থিতির মাঝেই চূড়ান্ত নাটকীয়তার সঙ্গে বিহারে বুলডোজার চালিয়ে ভেঙে দেয়া হলো তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরের বাড়ির একটি অংশ। যাকে নিয়ে ছড়ালো তীব্র জল্পনা।

বিহারের আহিরৌলিতে প্রশান্ত কিশোরের বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো গতকাল। গতকাল বিহারের আহিরৌলির ৮৪ নম্বর জাতীয় সড়কের ধারে প্রশান্ত কিশোরের পৈতৃক বাড়ির সামনে হঠাৎ এক বুলডোজার এসে উপস্থিত হল। বুলডোজার দেখে রাস্তায় ভিড় জমান বহু স্থানীয় মানুষ। এরপর অল্পসময়ের মধ্যেই বুলডোজারের আঘাতে ভেঙ্গে দেয়া হয় পিকের বাড়ির পাঁচিল ও মূল ফটক। যে ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারের বিশেষজ্ঞ মহলের দাবি, প্রশান্ত কিশোরের সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এই ঘটনার জন্য দায়ী। তবে প্রশাসন এই দাবি অমূলক বলে ঘোষণা করেছে। মূলত, বিহারের বিধানসভা নির্বাচনের কিছু পূর্ব থেকেই নীতীশ কুমারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে প্রশান্ত কিশোরের। তবে, একটা সময় নীতীশ কুমারের দলকে নির্বাচনে জয়লাভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

মূলত, কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইন নিয়েই নীতীশ কুমারের সঙ্গে প্রশান্ত কিশোরের মতবিরোধ দেখা দিয়েছিল। এরপর প্রশান্ত কিশোরের সঙ্গে সম্পর্ক ছাড়েন নীতীশ কুমার। সম্প্রতি রাজ্যের শাসক দল তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা পিকে। এই কারণে দীর্ঘ সময় ধরে তিনি আছেন পশ্চিমবঙ্গে। তাঁর পৈত্রিক বাড়িতেও অনেকদিন ধরেই থাকছেন না তিনি।

পিকের পৈত্রিক বাড়ির একাংশ ভাঙ্গার পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই, বলেই জানালো প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জাতীয় সড়কের সম্প্রসারনের কারণে অধিকৃত জমিকে দখল মুক্ত করতেই পিকের বাড়ির পাঁচিল ও মূল ফটক ভেঙে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। তবে, বিষয়টি নিয়ে সরগরম রাজনীতিমহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!