এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে? দলীয় সভায় ডাক পেলেন না খোদ হেভিওয়েট বিধায়কই, তীব্র জল্পনা!

চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে? দলীয় সভায় ডাক পেলেন না খোদ হেভিওয়েট বিধায়কই, তীব্র জল্পনা!

আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দরজায় কড়া নাড়ছে আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে নিরিখে ঘর গোছাতে তৎপর হয়ে উঠেছে শাসকদল তৃণমূল। এ বিষয়ে বিশেষ সহায়কের ভূমিকা গ্রহণ করছেন ভোট কুশলী পিকে। কিন্তু, হাজার চেষ্টাতেও রোধ করা যাচ্ছে না শাসকদলের অন্তর্দ্বন্দ্বকে। জেলায় জেলায় প্রকাশ্যে এসে পড়ছে শাসকদল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল দলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব কপালে ভাঁজ ফেলেছে দলের শীর্ষ নেতৃত্বের।

এদিকে আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলবার বার্তা দিয়েছেন। সমস্ত অভাব-অভিযোগ, বিবাদ-বিরোধ মিটিয়ে সকলকে নিয়ে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু এতকিছুর পরেও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বারবার তীব্র হচ্ছে গোষ্ঠী কোন্দল। গতকাল রবিবার তারকেশ্বরে তৃণমূলের সভাতে আমন্ত্রণ করা হলো না খোদ বিধায়ককে। এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হলেন বিধায়ক। এই ঘটনার মধ্যে দিয়ে হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র দেখতে পাচ্ছেন অনেকেই। ইতিপূর্বে বেশ কয়েকবার হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে এসেছে। নতুন কমিটি গঠনের পর দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

প্রসঙ্গত, গতকাল রবিবার আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে তারকেশ্বরের নতুন বাসস্ট্যান্ডে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। কিন্তু এই অনুষ্ঠানে আমন্ত্রণ পান নি তারকেশ্বরের বিধায়ক রচপাল সিং। এভাবে, নিজের বিধানসভা এলাকাতেই তাঁকে আমন্ত্রণ না করায়, তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। এই বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বকে জানাতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধায়ক রচপাল সিং জানালেন যে, তিনি প্রায় ১০ বছর ধরে বিধায়ক আছেন। দীর্ঘদিন ধরে তিনি সততা ও যোগ্যতার সঙ্গে রাজনীতি করছেন। গতকালের ঘটনাতে তিনি অত্যন্ত ভাবে অপমানিত বোধ করেছেন। এরকম ঘটনা এর আগে কোনদিন ঘটেনি। এমন ঘটনা ঘটবে বলে তিনি আশা করেন নি। তিনি জানালেন যে, এই জনসভায় কে, বা কারা আসতে চলেছেন? কিভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে? সে বিষয়ে কেউ তাঁর সঙ্গে কোনো কথা বলেন নি।

এই ঘটনার মধ্যে অনেকেই তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পেয়েছেন। এ প্রসঙ্গে বিধায়ক রচপাল সিং জানিয়েছেন যে, তিনি কোন গোষ্ঠী মানেন না। দলের যেই তাঁকে ডাকুন না কেন? সেখানে তিনি উপস্থিত হন। কিন্তু গতকালের ঘটনা তাঁর কাছে রীতিমতো দুঃখজনক। এ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব জানালেন যে, এই সমস্যার কথা তিনি শুনেছেন। এ বিষয়ে দ্রুত তিনি সকলের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

তবে, গতকালের বিষয় নিয়ে হুগলি জেলার বেশিরভাগ তৃণমূল নেতা কোন বক্তব্য রাখেন নি। প্রসঙ্গত, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে ঘাম ছুটে যাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের। এই পরিস্থিতিতে খোদ বিধায়ককে জনসভাতে আমন্ত্রণ না জানানো, আবার প্রশ্নের মুখে ফেলে দিল শাসকদল তৃণমূলকে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!