এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চূড়ান্ত সারা মিললো পিকের ‘ইয়ুথ ইন পলিটিক্স’ কর্মসূচিতে। ৪ লক্ষেরও বেশি সদস্য বৃদ্ধি তৃণমূলে, পড়ুন বিস্তারিত

চূড়ান্ত সারা মিললো পিকের ‘ইয়ুথ ইন পলিটিক্স’ কর্মসূচিতে। ৪ লক্ষেরও বেশি সদস্য বৃদ্ধি তৃণমূলে, পড়ুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যের অনেকাংশেই ঘাস ফুল ফোটাতে গিয়ে নিরাশ হয়ে ফিরতে হয়েছিল তৃণমূল দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন স্থানে সাফল্যের সঙ্গে পদ্মফুল ফোটাতে সক্ষম হয়েছিল পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি। ৪২ এ ৪২ এর মুখ্যমন্ত্রীর ঘোষণাটি অনেকাংশেই অরণ্যে রোদন হয়ে গিয়েছিল। ৪২ এ মাত্র ২২ টি ঘাসফুলের দখলে আসে। অন্যদিকে পদ্মফুলের দখলে চলে যায় ১৮ টি আসন।

এই ঘটনায় শাসকদলের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলে। এই কারণেই ভোট কুশলী প্রশান্ত কিশোর কে বাংলায় আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এদিকে শাসক দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করতে ও শাসক দলের সমর্থন বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় যার পিকে কে। যার মধ্যে অন্যতম হলো ইয়ুথ ইন পলিটিক্স কর্মসূচিটি।

রাজ্যের যুব সমাজকে আরো অনেক বেশি করে শাসকদলের সমর্থকে পরিণত করতে পিকে ব্যবহার করেন সোশ্যাল মিডিয়াকে। ফেসবুকে তিনি ‘ইয়ুথ ইন পলিটিক্স’ নামের একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বলে শোনা গেছে । ৪ লক্ষেরও বেশি যুবক-যুবতী এই কর্মসূচির মাধ্যমে বাংলার রাজনীতিতে যোগ দানের ইচ্ছা প্রকাশ করেছেন, এমনটাই তৃণমূল সূত্রের খবর। আজ সোমবার বাঙালির রাজনীতিতে যোগ দানের বিষয়ে উৎসাহী এই যুবক-যুবতীদের আনুষ্ঠানিকভাবে তৃণমূল দলে যোগদান করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শাসক দলের প্রধান প্রতিপক্ষ গেরুয়া শিবিরে ধস নামাতে একের পর এক পরিকল্পনা গ্রহণ করতে দেখা গিয়েছিল শাসকদল তৃণমূল। আর এ বিষয়ে শাসকদল তৃণমূলের প্রধান সহায়ক হয়ে উঠেছেন পিকে। আর পিকের পরিকল্পিত এই ‘ইয়ুথ ইন পলিটিক্স’ কর্মসূচিটি অনেকটা সফল হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলের ধারণা। জানানো হয়েছে আজ সোমবার রাজ্যের জেলায় জেলায় এই কর্মসূচি পালিত হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা নেত্রীরা স্বাগত জানাবেন তৃণমূল দলে আগত এই যুব সদস্যদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল দল ত্যাগ করে অন্য দলে চলে যাওয়া অভিমানী তৃনমূল সদস্যাদের দলে ফেরাতে যথেষ্ট তৎপর হয়েছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রসঙ্গত তৃণমূল ছেড়ে চলে যাওয়া ও সেইসঙ্গে অন্য দলের নেতা-কর্মী তথা সদস্যদের তৃণমূল আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী গত ২১ শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে ।

ভোট কৌশলী প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রীর এই আবেদনটিকেও বিশেষ গুরুত্ব দিয়ে দলের সংগঠন তথা সসদ্য সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে ইতিমধ্যেই কিছু অভিনব প্ল্যান সাজিয়েছিলেন। আর এই প্ল্যান গুলোর মধ্যে অন্যতম হলো ‘ইয়ুথ ইন পলিটিক্স’ কর্মসূচিটি ।গত এক মাস ধরে এই কর্মসূচি চলছে। এর ফলে তৃণমূল দলের সংগঠনে জোয়ার এসেছে।

নতুন করে বহু মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর ডাকে তৃণমূলের প্রাক্তন বহু কর্মী পুনরায় যোগ দিচ্ছেন তৃণমূল শিবিরে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই চলছে তৃণমূলের শ্রীবৃদ্ধি সাধন পর্ব। আর এভাবেই দলের সংগঠনকে মজবুত করে শাসক দলকে বাংলা জয়ের হ্যাটট্রিক এর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশান্ত কিশোর ও তার টিম পিকে এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!