এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ছুটি হলেও চিন্তা বাড়ছে, বাড়ি ফেরা হল না বুদ্ধদেবের!

ছুটি হলেও চিন্তা বাড়ছে, বাড়ি ফেরা হল না বুদ্ধদেবের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বেশ কিছুদিন ধরেই অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যার কারণে অসুস্থ হয়েছেন তিনি। কিন্তু তার মধ্যে হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তারপরেই ক্রমাগত তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আর তারপর থেকেই নানা মহলে প্রার্থনা শুরু হয়। দ্রুত যাতে বুদ্ধদেববাবু সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মন্দিরে প্রার্থনা করতে শুরু করেন তার অনুগামীরা। অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ছুটি পেলেও বর্তমানে বাড়িতে ফিরতে পারবেন না তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, মে মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেববাবু। প্রথমদিকে হাসপাতালে যেতে না চাইলেও, পরবর্তীতে তার সহধর্মিণী মীরা ভট্টাচার্য করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যান। কিন্তু মীরাদেবী সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও, বুদ্ধদেববাবুর অসুস্থতা ক্রমশ বাড়তে শুরু করে। দ্রুত কমতে থাকে অক্সিজেনের মাত্রা।

আর এই পরিস্থিতিতে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর কবে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে আজ বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু করোনা ভাইরাস সহ একাধিক সমস্যার কারণে এখনও পর্যন্ত বুদ্ধদেববাবুর ক্ষেত্রে চিন্তার মেঘ কাটেনি। তাই আপাতত সেফহোমে রাখার বন্দোবস্ত করা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।

একাংশ বলছেন, তাকে যদি বর্তমানে বাড়িতে নিয়ে যাওয়া হয়, তাহলে সেখানে তার সেবা-শুশ্রূষা করার মত লোক নেই। তাই বর্তমানে সেফহোমে রেখে তাকে পুরোপুরি সুস্থ করার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। আর তাই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও, বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হল না। তবে শুধু বুদ্ধদেব ভট্টাচার্য নয়, তার সহধর্মিণী মীরা ভট্টাচার্যকেও সেফহোমে রাখা হবে বলে খবর। কেননা কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মীরাদেবী। তাই তার ক্ষেত্রেও কোনোরকম রিস্ক নিতে চাইছেন না চিকিৎসকরা।

তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, তার সেবা-শুশ্রূষা যাতে ঠিকমত হয়, তার জন্য বারেবারে চিকিৎসকদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে হাসপাতাল থেকে অবশেষে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চিকিৎসকদের নির্দেশে আপাতত বাড়িতে নয়, সেফহোমেই থাকবেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!