এখন পড়ছেন
হোম > রাজ্য > দেখি ওরা কতটা যেতে পারে – ছেলেকে সিআইডি জেরা নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম

দেখি ওরা কতটা যেতে পারে – ছেলেকে সিআইডি জেরা নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম

পুত্র রাসেল আজিজকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পরে সিআইডি ছেড়ে দিলেও চিন্তা কিছুতেই কমছে না সিপিএম দলের পলিটব্যুরোর সদস্য তথা সাংসদ মহম্মদ সেলিম। এই ঘটনা প্রসঙ্গে এদিন মহম্মদ সেলিম বললেন , ”ও সিআইডিতে যাক। ওদের মুখোমুখি হোক আমরা সেটা চেয়েছিলাম। দেখি ওরা কতটা যেতে পারে। দক্ষিণ দিনাজপুরে অনেক কমরেডই পুলিশের এই উদ্দেশ্যপ্রণোদিত কাজকর্মের শিকার হচ্ছেন। প্রতিবাদও বাড়ছে। সারা রাজ্যের মানুষ প্রিসাইডিং অফিসারের মৃত্যুকে ঘিরে সরব।” সিপিএমের অন্য এক  পলিটব্যুরোর এই সদস্য নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”রাসেলকে তো শুধু ডাকা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু হাজার হাজার কমরেডকে ভুয়ো মামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছে। যাঁরা প্রতিবাদ করেছেন, তাদের লক্ষ্য বানানো হয়েছে। আইনের দরজা খোলা আছে।” উল্লেখ্য গত ১৪ ই মে রাজ্যে নবম পঞ্চাতের নির্বাচনের দিন বুথের মধ্যে প্রিসাইডিং অফিসারের মৃত্যু হয়েছে বলে সোস্যাল মিডিয়ায় একটি খবর ছড়ায়। আর এই ভুয়ো খবর তৈরী করে তা সম্প্রসারনের নেপথ্য কারিগর হিসেবে সিআইডি এই প্রাক্তন বাম মন্ত্রী পুত্রকেই সন্দেহ করছে। আর সন্দেহের কারণেই জিজ্ঞাসাবাদ হেতু তাঁকে তলব করা হয় বলে জানা গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!