শিশুপাচারকাণ্ডে চাপ বাড়িয়ে ‘গোপনে’ সিআইডির জেরা কৈলাশ বিজয়বর্গীয়কে জাতীয় বিশেষ খবর রাজ্য March 12, 2018 কলকাতার এক নামী সংবাদমাধ্যমের খবর অনুসারে এবার জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ডে সিআইডির ‘গোপন’ জেরার মুখে বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। গত বছর জলপাইগুড়ি থেকে শিশুপাচার কান্ড নিয়ে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। অভিযোগ ওঠে বিজেপির মহিলা মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক জুহি চৌধুরী একাধিক বিজেপি শীর্ষনেতার সহযোগিতায় বিদেশে শিশু পাচারচক্রের সঙ্গে জড়িত। এই ঘটনায় গ্রেপ্তার হন জুহিদেবী, এমনকি সিআইডির জেরার মুখে পড়েন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলিও। ওই সংবাদপত্রের খবরানুযায়ী, ইন্দোরের বাসিন্দা কৈলাশ বিজয়বর্গীয়কে গত ১০ জানুয়ারি ইন্দোরের অতিরিক্ত পুলিস মহানির্দেশকের দফতরের কনফারেন্স রুমে ডেকে জেরা করেন সিআইডির তদন্তকারী অফিসারেরা। এই খবরের সত্যতা স্বীকার করেছেন স্বয়ং ইন্দোর পুলিশের এডিজি। ঘটনার সত্যতা কৈলাশ বিজয়বর্গীয়র তরফেও মেনে নেওয়া হয়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। তাঁর দপ্তর থেকে জারি প্রেসবার্তায় তদন্তকারী অফিসারেরা ‘সাধারণ কিছু কথা’ জিজ্ঞাসা করেছেন বলে জানানো হয়েছে। সাথে জানানো হয়েছে এই মামলায় তাঁর বা বিজেপির কোনো নেতার কোনো যোগ নেই, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করতেই এইভাবে নাম জড়ানো হয়েছে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -