এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সিআইডি’র আতস কাঁচে জীতেন্দ্র তিওয়ারি ! প্রাক্তন মেয়রকে হাজিরার নির্দেশ !

সিআইডি’র আতস কাঁচে জীতেন্দ্র তিওয়ারি ! প্রাক্তন মেয়রকে হাজিরার নির্দেশ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কয়লা পাচার কান্ডে জিজ্ঞাসাব্দের জন্য আসানসোলের প্রাক্তন মেয়র জীতেন্দ্র তিওয়ারিকে এবার সমন পাঠাল  সিআইডি । আগামিকাল অর্থাৎ ১৬ই সেপ্টম্বর তাঁকে ভবানীভবনে হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে । সূত্রের খবর জানা যাচ্ছে আসানসোল লাগোয়া বিভিন্ন অঞ্চলে কয়লা পাচারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এবার বিজেপি নেতাকে তলব করল সিআইডি।

প্রসঙ্গ উল্লেখ্য যে এই মামলায় এর আগে কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি এবং সেই সূত্র ধরেই এবার বিজেপি নেতাকে তলব করে জিজ্ঞাসাবাদ করতেই এই সমন বলে মনে করছেন একাংশ ।যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা জীতেন্দ্র জানান ‘যে কোনও তদন্তকারী সংস্থা তদন্তের স্বার্থে যে কোনও কাউকেই ডাকতে পারে , নোটিসে দেখলাম ২০২০ সালের মামলা। এটা তো আসানসোল বা বাংলার যে কোনও ছাত্রকে জিজ্ঞাসা করলেও বলে দেবে কী হচ্ছে। ২০২০ সালের মামলায় ২০২৩ সালে হঠাৎ আমাকে সাক্ষী হিসেবে কেন ডাকা হচ্ছে, এটা তো চতুর্থ শ্রেণির ছাত্রও বলে দিতে পারবে।’ সব মিলিয়ে এখন দেখার, আগামীতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।  

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!