এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি নেতা খুনে তদন্ত কোন পথে? বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, জেনে নিন

বিজেপি নেতা খুনে তদন্ত কোন পথে? বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় দু’সপ্তাহ আগে এক রবিবার সন্ধ্যা বেলায় টিটাগড়ের বিজেপি অফিসের সামনে আততায়ীর গুলিতে প্রাণ হারালেন টিটাগড় পুরসভার বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা। একাধিক বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তাঁর দেহ। বিজেপি নেতা মণীশ শুক্লার হত্যার তদন্ত রাজ্য গোয়েন্দা দপ্তর সিআইডিকে অর্পণ করে রাজ্য সরকার। এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি বারবার জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং প্রমুখরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপি নেতারা বারবার প্রশ্ন তুলেছেন রাজ্য পুলিশ ও সিআইডির তদন্তের নিরপেক্ষতা নিয়ে।

এই হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ বিষয়ক মামলা দায়ের করা হয়েছিল। আজ ছিল যে মামলার শুনানি। সিআইডি আধিকারিকরা বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই ঘটনার তদন্তের সমস্ত রিপোর্ট জমা করেছিলেন। তাদের সেই সমস্ত রিপোর্ট দেখে হাইকোর্টের বিচারপতিরা জানালেন যে, এই হত্যার তদন্ত রাজ্য গোয়েন্দা সংস্থার দ্বারাই এখন করানো হোক। তবে, পরবর্তীতে এ বিষয়ে যদি কোন ভুল ত্রুটি দেখা দেয়, তবে সে ক্ষেত্রে সিবিআই তদন্তের ব্যাপারে চিন্তাভাবনা করবে আদালত। আগামী ১০ ই নভেম্বর হতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লার হত্যাকাণ্ডের পর বিজেপি নেত্রী পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল নিজেই মৃত বিজেপি নেতা মণীশ শুক্লার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। এ বিষয়ে তিনি জানিয়েছিলেন যে, মৃত বিজেপি নেতার পরিবারকে বারবার হুমকি দেয়া হচ্ছে। একারণে তাঁর পরিবারের সদস্যরা সিবিআই তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে সাহস পাচ্ছেন না। অন্যদিকে মণীশ শুক্লা নিজেও ছিলেন একজন আইনজীবী। তাই একজন আইনজীবী হিসেবেই তাঁর হত্যাকাণ্ডের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ বিষয়ক মামলা করেছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। নিজেই তিনি লড়ছেন এই মামলা।

আজ শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এই মামলায় সিআইডির তদন্তর কাজ কতদূর এগিয়েছে, এ বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেন সিআইডির আধিকারিকেরা। তাদের দেওয়া রিপোর্ট বিচার বিবেচনা করে বিচারপতিরা সিআইডির উপরে আস্থা দেখান। তবে, আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোন ভুল ধরা পড়ে। তবে সে ক্ষেত্রে সিবিআই তদন্তর কথা ভাবতে পারে আদালত। আগামী ১০ ই নভম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ১০ ই নভেম্বরের মধ্যে এই ঘটনার তদন্ত কতদূর এগোলো তার সমস্ত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে সিআইডিকে। প্রসঙ্গত, আদালতের এই রায় যথেষ্ঠ হতাশ করেছে বিজেপিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!