এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার টিকা আবিষ্কার করে ফেলল সিগারেট কোম্পানি? দামি ব্র্যান্ডের দাবি ঘিরে চূড়ান্ত জল্পনা!

করোনার টিকা আবিষ্কার করে ফেলল সিগারেট কোম্পানি? দামি ব্র্যান্ডের দাবি ঘিরে চূড়ান্ত জল্পনা!


করোনা আবহে এবার সিগারেট কোম্পানির বড়সড় দাবি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, ব্রিটেনের একটি নামী সিগারেট প্রস্তুত কারক সংস্থা ব্রিটিশ আমেরিকান টোবাকো দাবি করেছে যে তারা করোনা ভাইরাসের টীকা তৈরি করে ফেলেছে যা ঘিরেই শুরু হয়েছে জোর শোরগোল। জানা যাচ্ছে ওই সংস্থাটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিগারেট প্রস্তুতকারক সংস্থা ব্রিটিশ আমেরিকান টোবাকো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

না, তারা নিজেরাই করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ফেলেছে এতটাও দাবি করেনি , তারা দাবি করছে যে, তারা একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে তারা আর্থিক সাহায্য করেছিল, সেই কাজ অনেক দূর এগিয়েছে, অনেকাংশে সফলও হয়েছে সেই সংস্থা। অবশ্য মানব দেহে পরীক্ষা করা বাকি রয়েছে, আর তাতে সাড়া মিললেই সারা বিশ্বে তারা সেই টিকা পৌঁছে দেবে।

তাদের দাবি সেই টিকাটি জুন মাসেই মানব দেহে পরীক্ষা মূলকভাবে দেওয়া হবে ,তারা আশাবাদী যে এতে ফল মিলবে। কেননা এটি তামাক পাতার সিন্থেসাইজ প্রোটিন থেকে তৈরি।আর তার পরেই তা সাড়া বিশ্বে পৌঁছে দেওয়া হবে। যদিও এর কোনও সরকারি স্বীকৃতি মেলেনি। তবে মানব শরীরে পরীক্ষা করে তাঁরা বাজারে নিয়ে আসবে বলে জানিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!