এখন পড়ছেন
হোম > অন্যান্য > চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এবার নতুন পদক্ষেপ

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এবার নতুন পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবাকার্যে সবসময় দেখা মেলে। বিশেষ করে এই করোনার মারাত্মক সময়ে তো দিনরাত এক করে লড়াই চালাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তা সত্বেও বরাবর লক্ষ্য করা গেছে, বিভিন্ন সময়ে এই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরাই মুহুর্তের মধ্যে শত্রুতে পরিণত হয়। হাসপাতালে রোগী বা রোগীণীর কোনো রকম এদিক ওদিক হলেই গণধোলাই জোটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কপালে। আর তাই নিয়েই এবার আইএমএর এর পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হলো। তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এ ব্যাপারে হস্তক্ষেপ করার কথা বলেছে।

বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন। ঠিক সেসময় কখনো টেস্ট করতে গিয়ে, কখনো ভ্যাকসিন দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের পড়তে হচ্ছে জনরোষের মুখে। এই পরিস্থিতিতে এবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জীবন বিপন্ন বলেই এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যেভাবে স্বাস্থ্যকর্মীরা এবং চিকিৎসকরা হামলার মুখোমুখি হন, তাতে স্বাস্থ্য পরিকাঠামোয় আঘাত লাগে বলে দাবী করা হয়েছে। তাই স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে যাতে কঠোর আইন আনা যায় তার জন্য সরব হয়েছে এবার আইএমএ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁরা চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের বা চিকিৎসকদের ওপর হামলার বিরুদ্ধে কঠোর আইন চালু হওয়া অত্যন্ত প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যাতে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন রেখেছে আইএমএ। পাশাপাশি আইএমএ-র বক্তব্য হল, এই সমস্যার উৎস অনেক গভীরে এবং ভয়ঙ্কর। বিভিন্ন সময়ে হাসপাতালে ভাঙচুর করা,  রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা তৈরী তো এখন খুব স্বাভাবিক ঘটনা।

আর এই ইস্যুকে হাতিয়ার করেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে আইএমএ। পাশাপাশি তাঁদের দাবি, যেভাবে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা প্রায়দিনই বেড়ে চলেছে তাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরপর হয়তো পরিস্থিতি এমন আসবে যখন স্বাস্থ্যকর্মীরা বা চিকিৎসকরা আর কাজ করতে চাইবেন না। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সামলানো না গেলে বড় বিপর্যয় হতে পারে। আপাতত এই পরিস্থিতি থেকে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সুরক্ষা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!