এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর জেলা সফরের ডিউটি করতে এসে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে ৫০ সিভিক পুলিশ, আশঙ্কাজনক ৩

মুখ্যমন্ত্রীর জেলা সফরের ডিউটি করতে এসে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে ৫০ সিভিক পুলিশ, আশঙ্কাজনক ৩


মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরে ডিউটি করতে এসে বাস দুর্ঘটনারকবলে পড়ে গুরুতর জখম অন্তত ৫০ জন সিভিক ভলেন্টিয়ার। মুখ্যমন্ত্রীর সভাতে ডিউটি করতে আসার পথে সোমবার সকাল ১০টা নাগাদ ঝাড়গ্রাম-লোধাশুলি ৫ নম্বর রাজ্য সড়কে বিকাশ ভারতী স্কুল সংলগ্ন এলাকায়দুর্ঘটনার কবলে পড়ে সিভিক ভলান্টিয়ারদের বাসটি। ঘটনায় জখমদের মধ্যে ১২জনকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যারমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা খবর, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর সভা থাকায় এদিন সাঁকরাইল থানা থেকে সকাল ৯টা নাগাদ প্রায় ৫০জন সিভিক ভলান্টিয়ার একটি বাসে চেপে আসছিলেন। হঠাৎই বিকাশ-ভারতী স্কুল সংলগ্ন এলাকায় ডানদিকে একটি কৃষ্ণচূড়া গাছে বাসটি ধাক্কা মারার ফলে বাসের সামনের দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাছে ধাক্কা লাগার জেরে বাসের সামনের দিকের কাচ ভেঙে কয়েকজন সিভিক ভলান্টিয়ার ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ঘটনায় গুরুতর আহত চালকের পিছনের সিটে বসে থাকা মিহির মাহাত নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্যাস কাটার দিয়ে বাসের একটি অংশ কেটে বের করা হয়।
এদিন হাসপাতালের বেডে শুয়ে মিহিরবাবু বলেন,” চালক ঘুমিয়ে যাওয়ার ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।”এদিকে পুলিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!