এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > সিভিক পুলিশের দাদাগিরি, নির্বিকার প্রশাসন – পারিশ্রমিক চাইতে গিয়ে চুলই কাটা গেল মহিলার

সিভিক পুলিশের দাদাগিরি, নির্বিকার প্রশাসন – পারিশ্রমিক চাইতে গিয়ে চুলই কাটা গেল মহিলার


সিভিক পুলিশেদের দাদাগিরির খবর প্রায়ই থাকে সংবাদ শিরোনামে। এই আধা পুলিশরা প্রায়সই তাঁদের ‘পুলিসি ক্ষমতা’র প্রয়োগ ঘটিয়ে আইনবহির্ভূত কাজকর্ম করে বসেন। এবার সেই আধা ক্ষমতাবলে একজন মহিলার মাথার চুল কেটে নিলেন জনৈক সিভিক পুলিস। মহিলার অপরাধ প্রাপ্য টাকার দাবী করা!

বীরভূমের মল্লারপুরের গৌরবাজার গ্রামের মায়ারুল শেক পেশায় ট্রাক্টর চালক। তার খুড়তুতো ভাই অহিদুল শেখ পেশায় সিভিক ভলন্টিয়ার। অহিদুলের ট্রাক্টরই চালাতেন মায়ারুল। অভিযোগ, অহিদুল ঠিক মতো টাকা দিত না তার ভাইকে। ওই মহিলার বক্তব্য প্রাপ্য টাকা চাইলেই তাঁর ভাসুর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। নিজের সিভিক পুলিশ হওয়ার ক্ষমতাবলে তিনি কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারারও হুমকি দেন। ভয়ে ওই মহিলার শ্বশুর-শাশুড়ি কিংবা স্বামী মুখ খুলতেন না। কিছু দিন আগে তাঁর স্বামী নিজে ট্রাক্টর কিনে চালাতে শুরু করেন। তাতেই নাকি ভাসুরের রাগ বেড়ে যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে এদিন স্বামীর পারিশ্রমিকের টাকা চাইতেই গালিগালাজ শুরু হয় ও প্রতিবাদ করাতে মহিলার মাথা ধরে দেওয়ালে ঠুকে দিয়ে চুল কেটে দেওয়া হয়।।

এরপর মল্লারপুর থানায় অভিযোগ জানালেও ওই  থানারই সিভিক পুলিস হওয়াতে অহিদুলকে পুলিস ধরছেনা এমনই অভিযোগ ওই মহিলার। অগত্যা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। আশা সুবিচার পাবেন। তিনি অভিযোগ পাঠিয়েছেন ডাকযোগে। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানিয়েছেন, ডাকযোগে অভিযোগ এসে পৌঁছালে অবশ্যই তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!