এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে ভালো কাজ করার পুরস্কার, সিভিক ভলান্টিয়ার-দের জন্য বড়সুখবর আসতে চলেছে

পঞ্চায়েত নির্বাচনে ভালো কাজ করার পুরস্কার, সিভিক ভলান্টিয়ার-দের জন্য বড়সুখবর আসতে চলেছে

ভালো কাজের পুরস্কার পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই পেতে শুরু করেছিলেন সিভিক ভলান্টিয়াররা। নির্বাচনে ভালো কাজ করবার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগেই রাজ্যের সিভিক পুলিশদের বেতন বাড়ানোর কথা ঘোষনা করেছিলেন। এবার তাঁদের পুলিশে প্রশিক্ষন দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের ডিজি। জানা গেছে, ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে সেই প্রশিক্ষনের কাজ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্যের প্রশাসনের তরফে খবর, 2011 সালে তৃনমূলের সরকার ক্ষমতায় আসার পরেই 2013 সালে রাজ্যের প্রতিটা জেলায় নিয়োগ করা হয় 1 লক্ষ 10 হাজার সিভিক পুলিশ। সেই তখন থেকে তাঁরা চুক্তিভিত্তিক কাজ করলেও কোনো প্রশিক্ষন দেওয়াই হয়নি তাঁদের। অনেকে মনে করছেন, সামনেই লোকসভা নির্বাচনে ফের এই সিভিকদের কাজে লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তাই আগেভাগেই প্রশিক্ষন দেওয়া হচ্ছে তাঁদের। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি(এস্টাব্লিশমেন্ট) রাজ্যেরসব জেলার পুলিশ সুপার, লেল পুলিশ সুপার ও কমিশনারদের একটি নির্দেশ পাঠিয়ে বলেন, সিভিক ভলিন্টিয়ারদের ক্ষেত্রে পুলিশি প্রশিক্ষন তিনটি ব্যাচে ভাগ করে তিন সপ্তাহ ধরে চলবে। কী ধরনের প্রশিক্ষন দেওয়া হবে সিভিকদের! জানা গেছে, এই প্রেজেন্টেশন ঠিক করবেন এডিজি পাওয়ার পয়েন্ট। তাই তিনিই সব বলতে পারবেন। তবে একজন ডিএসপি নোডাল অফিসার থাকবেন এই প্রশিক্ষনের দেখভালের জন্য। এছাড়াও থাকবেন এলাকার জোনাল ডিআইজি ও আইজিরাও। সরকারের তরফে নির্দেশে বলা হয়েছে, আগামী 15 জুনের মধ্যে কোন থানায় কে প্রশিক্ষন দেবেন তা ঠিক করে ফেলতে হবে। প্রশিক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত পুলিশেরাও থাকতে পারেন। এছাড়াও রাজ্যের প্রতিটা থানায় ব্যাবস্থা করতে হবে ইন্ডোর ও আউটডোর প্রশিক্ষনের। সূত্রের খবর, আগামী 9 থেকে 7 জুলাই প্রথম ব্যাচ, 6 আগষ্ট থেকে 24 আগষ্ট দ্বিতীয় এবং 3 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় দফার প্রশিক্ষন চলবে সিভিক পুলিশদের। প্রশাসনের একাংশ মনে করছে, সম্প্রতি পুলিশে নিয়োগে ক্ষেত্রে সিভিক থেকেই 90 শতাংশ প্রার্থী নেওয়ার ওপরে জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সেই দিকে তাকিয়েই রাজ্যের সিভিক পুলিশদের এই প্রশিক্ষন প্রক্রিয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!