এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দু-দুটি অস্তিত্বহীন ক্লাব! লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে!

দু-দুটি অস্তিত্বহীন ক্লাব! লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ক্ষমতায় আসার পর ক্লাবগুলোর শ্রীবৃদ্ধি ঘটাতে বিভিন্ন ক্লাবকে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেন রাজ্য সরকার। কিন্তু বিভিন্ন জায়গাতে অভিযোগ ওঠে যে, বাস্তবে সেই ক্লাবের অস্তিত্ব না থাকলেও সেখানে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে। স্বাভাবিকভাবেই রাজ্যে এমন‌ অনেক ক্লাবের বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়। আর এবার হুগলির আরামবাগে ভুয়ো ক্লাব বানিয়ে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল।

একই অভিযোগে নদীয়াতেও রাজ্য ক্রীড়া দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করল। জানা গেছে, তৃণমূল নেতার পক্ষ থেকে বানানো দুটি ভুয়ো ক্লাবের কোনো অস্তিত্ব নেই। সেগুলো লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আর এই গোটা ঘটনায় অভিযোগ করতে শুরু করেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কালীগঞ্জে যে দুটো ক্লাবকে টাকা দেওয়া হয়েছে, আদতে সেই দুটো ক্লাবের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সূত্রের খবর, এদিন ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে কালীগঞ্জের বিডিওর কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, রাধাকান্তপুর যুবসংঘ এবং রাধাকান্তপুর দক্ষিণপাড়া অগ্নিবীণা সংঘ নামে দুটি ক্লাব অনুদান পেয়েছে‌। কিন্তু বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ফলে বাস্তবে ক্লাব দুটোর অস্তিত্ব না থাকলেও, কেন তারা টাকা পেল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে। তাদের বক্তব্য, 2016 থেকে তৃণমূল নেতা এক একটি ক্লাবের জন্য চার লক্ষ করে মোটা লক্ষ টাকা অনুদান নিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যেখানে ক্লাবগুলোকে শক্তিশালী করবার জন্য আর্থিক অনুদান দেওয়া হচ্ছে, সেখানে ক্লাবের নাম দেখিয়ে তৃণমূল নেতার এই দুর্নীতি শাসক দলকে কি বিড়ম্বনায় ফেলবে না?

এদিন এই প্রসঙ্গে পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান আসুসান মন্ডল বলেন, “2018 থেকে গ্রাম পঞ্চায়েত প্রধানের দায়িত্বে আছি। কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো ক্লাবের নাম শুনিনি‌।” এদিকে এই ঘটনা সামনে আসার পর গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি নাসিরুদ্দিন আহমেদ। তবে যেভাবে সিপিএমের যুব সংগঠনের পক্ষ থেকে এই ভুয়ো ক্লাবকে আর্থিক সাহায্য করা নিয়ে অভিযোগ তোলা হল, তাতে তৃণমূল কংগ্রেস প্রবল বিপাকে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!