এখন পড়ছেন
হোম > জাতীয় > বিনিয়োগ ও লক্ষ লক্ষ কর্মসংস্থানের জন্য দিল্লিতে পাড়ি জমালেন মুখ্যমন্ত্রী

বিনিয়োগ ও লক্ষ লক্ষ কর্মসংস্থানের জন্য দিল্লিতে পাড়ি জমালেন মুখ্যমন্ত্রী


কয়েক যুগের বাম শাসনের অবসানের পর ত্রিপুরার শাসন ভার আজ গেরুয়া শিবিরের হাতে। ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যবাসীকে কর্মসংস্থান, বেতন বৃদ্ধির মত গুরুত্বপূর্ণ বিষয়ে আশ্বস্ত করতে থাকেন। দিন কয়েক আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে দিল্লি যান ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরেই জনপ্রিয় সংবাদ মাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ”৩০ মাসে সাত লক্ষ চাকরি হবে ত্রিপুরায়।” নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়ে এদিন বিপ্লব বাবু আরোও বললেন , অন্তত ১৫ জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। ত্রিপুরায় যাতে প্রচুর বিনিয়োগ আসে সেই ব্যবস্থাও করেছেন। ওএনজিসি সহ বেশ কয়েকটি সংস্থার নতুন প্রজেক্ট শুরু হচ্ছে। এছাড়া তিনি বাংলাদেশকে বড় মার্কেট হিসেবেও দেখছেন । বিভিন্ন সেক্টরে রাজ্যের জন্য অন্তত ১০০০ কোটি টাকাও পেয়েছেন। আরও মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন তিনি। শহর এবং গ্রামোন্নয়নে প্রচুর বিনিয়োগ হবে বলে তিনি আশা করছেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!