এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাকে তোয়াক্কা না করেই প্রচুর লোকের জমায়েতে মুখ্যমন্ত্রী, জোর সোরগোল!

করোনাকে তোয়াক্কা না করেই প্রচুর লোকের জমায়েতে মুখ্যমন্ত্রী, জোর সোরগোল!

করোনা ভাইরাস ইতিমধ্যেই সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসকে আটকাতে ন্যূনতম সতর্কতার প্রয়োজন। যার মধ্যে অন্যতম, বেশি মানুষের সংস্পর্শে না যাওয়া। তবে এই সমস্ত পরামর্শকে কার্যত উপেক্ষা করে, প্রচুর লোকের সমাগম হওয়া বিয়েবাড়িতে উপস্থিত হতে দেখা গেল কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে। যা নিয়ে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

অনেকে বলছেন, নিজেদের তৈরি করা নিয়ম নিজেরাই ভেঙে ফেলছেন নেতা-মন্ত্রীরা। বারবার যেখানে সাধারন মানুষকে সচেতন করতে এই সমস্ত পরামর্শ দিচ্ছেন বিভিন্ন সরকারপক্ষ, সেখানে প্রচুর লোকের সমাগম থাকা বিয়েবাড়িতে উপস্থিত হয়ে সেই নিয়মই কি ভাঙলেন না কর্নাটকের বিজেপি মুখ্যমন্ত্রী! এখন এই প্রশ্নই তুলতে শুরু করেছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার সকাল সাড়ে এগারোটায় বিএস ইয়েদদুরাপ্পা একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দেন। যেখানে তার সাথে ছিলেন দুই বিজেপি সাংসদ। আর যে বিয়েবাড়ির অনুষ্ঠানে এই বিজেপি নেতা উপস্থিত হয়েছিলেন, সেখানে প্রায় 2 হাজার লোকের জমায়েত ছিল বলে খবর।

বিশ্লেষকদের একাংশ বলছেন, এখনও পর্যন্ত কর্নাটকে প্রায় ছয় জনের মত মানুষ আক্রান্ত হয়েছেন। সেদিক থেকে যত দিন যাচ্ছে, ততই চাঞ্চল্য ছড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী নিজেই বিপুল সমাবেশে উপস্থিত হওয়ায় কিছুটা হলেও ক্ষোভ বাড়ছে জনমানসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!