এখন পড়ছেন
হোম > রাজ্য > কৃতি ছাত্রকে স্বয়ং মুখ্যমন্ত্রীর দেওয়া চেক বাউন্স! আবার মুখ পুড়ল গেরুয়া শিবিরের

কৃতি ছাত্রকে স্বয়ং মুখ্যমন্ত্রীর দেওয়া চেক বাউন্স! আবার মুখ পুড়ল গেরুয়া শিবিরের


একে তো ছেলে রাজ্য বোর্ডে মেধা তালিকায় সপ্তম স্থানাধাকারী তারপর আবার কৃতি শিক্ষার্থী হিসেবে মুখ্যমন্ত্রী হাত থেকে পুরস্কার এবং শংসাপত্র লাভ। সবমিলিয়ে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার মিশ্র পরিবারে আনন্দের কোনো সীমা ছিলোনা। কিন্তু এত আনন্দের বিনিময়ে যে আখেরে অর্থ দণ্ড জুটবে সে কথা জানা ছিলো না কারোরই।উত্তরপ্রদেশে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বারাবাঁকি জেলার ছেলে অলোক মিশ্র  ৯৩.৫ শতাংশ পেয়ে সপ্ত স্থান অধিকার করে। পুরস্কার স্বরূপ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আয়োজিত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে এক লক্ষ টাকার চেক লাভ ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এই চেকই যে এত আনন্দের মাঝে অস্বস্তির কারণ হয়ে উঠবে সে কথা কে জানতো! স্টেট ব্যাঙ্কের সেই চেক পাওয়ার পরের দিন অলোকের বাবা সেটা দেনা ব্যাঙ্কে জমা দিয়েছিলেন। কিন্তু চেক ভাঙ্গিয়ে ক্যাস টাকা পাওয়া তো দূরস্ত উলটে চেক বাউন্স করায় অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলো। এসবের মধ্যে অলোক মিশ্রা নিজের প্রতিক্রিয়া কজানিয়ে বললেন, ”মুখ্যমন্ত্রী স্যারের কাছ থেকে চেক পেয়ে খুশির সীমা পরিসীমা ছিল না। কিন্তু চেক বাউন্স করায় মনটা ভেঙে গিয়েছে।” ব্যঙ্ক সূত্রে জানা গিয়েছে সই না মেলায় চেকটি বাউন্স করেছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!