এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার বিপ্লব দেবের ‘সুবচন’ – আবার সাধারণ মানুষের সাধারণ জ্ঞান লোপ পাবার অবস্থা!

আবার বিপ্লব দেবের ‘সুবচন’ – আবার সাধারণ মানুষের সাধারণ জ্ঞান লোপ পাবার অবস্থা!


তিনি বক্তব্য রাখলেই অধিকাংশ ক্ষেত্রে তা ত্রুটিপূর্ণ হয়ে থাকে। এবং সেই মন্তব্যকে ঘিরে বেশ কিছুদিন সরগরম থাকে রাজ্য তথা জাতীয় রাজনীতি। এবারেও তার ব্যতিক্রম হলোনা। হ্যাঁ, কথা হচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব’কে নিয়ে।

এবার তিনি এমন কথা বললেন যার অর্থ অনুসারে ‘‌সিলভার জুবিলি’‌ মানে পঞ্চাশ বছরের পূর্তি। উল্লেখ্য এদিন ত্রিপুরার রাজধানী আগরতলায় নতুন রাজ্যপাল হিসেবে কাপ্তান সিং সোলাঙ্কি’র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেই অনুষ্ঠানের শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিন্দীতে বললেন,  ‘‌আমাদের জন্য খুশির খবর। ২০০২ সালে ত্রিপুরার পূর্ণ রাজ্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি হবে। এর মানে সিলভার জুবিলি পালন করা হবে।’‌ তাঁর এই মন্তব্যের পরে স্বভাবতই স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত সাংবাদিকেরা। বিতর্ক সৃষ্টি হয় রাজনৈতিক মহলেও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রী নিশ্চই গোল্ডেন এবং সিলভার জুবিলির মধ্যেকার তফাৎ গুলিয়ে ফেলেছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী বেফাঁস মন্তব্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তিনি নানা বিতর্কিত মন্তব্য করেছেন যেমন, , মহাভারতের সময় ইন্টারনেট ব্যবস্থা ছিল। কিম্বা গৌতম বুদ্ধ পায়ে হেঁটে চীন-জাপান গিয়েছেন ইত্যাদি। পূর্বেকার মন্তব্যের জেরে তিনি প্রধানমন্ত্রীর কাছেও ধীক্কারের পাত্র হয়েছিলেন। কিন্তু তাতেও তাঁর কোনো সম্বিত ফেরেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!