এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রমজান মাসে রাজ্যবাসীর সুবিধার জন্য ভর্তুকি নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার

রমজান মাসে রাজ্যবাসীর সুবিধার জন্য ভর্তুকি নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার

রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার জন্য রেশনে বাহরতুকি নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। খোলা বাজারে চিনির অগ্নিমূল্য দেখে রাজ্য সরকার আগেই জানিয়েছিল আগামী মে-জুন এই দুই মাসে প্রতি কেজিতে ৩ টাকা ৩৪ পয়সা করে ভর্তুকি ৩৬ টাকা কেজি দরে রেশন গ্রাহকদের চিনি দেওয়া হবে। কিন্তু নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্য সরকার সেই ভর্তূকির পরিমান আরো ৬ টাকা বাড়িয়ে কেজি প্রতি ৯ টাকা ৩৪ পয়সা করে দেবে। ফলে রমজান মাস জুড়ে সাধারণ মানুষ ৩০ টাকা কেজি দরে রেশন থেকে চিনি পাবেন।

এছাড়াও খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্ত্যোদয় ও স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড রেশন গ্রাহকদের পরিবার পিছু ৫০০ গ্রাম করে দুই দফায় চিনি দেওয়া হবে। চিনি ছাড়াও সরষের তেল, ময়দা ও ছোলাও দেওয়া হবে। তারমধ্যে তেল ছাড়া অন্য দুটি পণ্যেও কিছুটা ভর্তুকি দেওয়া হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তিন কোটিরও বেশি মানুষ উপকৃত হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!