এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উৎসবের মরশুমে বড় উপহার – রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্ন থেকে

উৎসবের মরশুমে বড় উপহার – রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্ন থেকে

রাজ্য সরকার ইকর্মীদের জন্য উৎসবের মরশুমে বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএ ও বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ রাজ্য সাকারী কর্মচারীরা, এই নিয়ে মামলাও চলছে হাইকোর্টে। এই অবস্থায় আজ আরো ১৮% ডিএ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, এর সাথে সাথে ১০% অন্তর্বর্তীকালীন ভাতাও পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এখনই ঘোষণা হলেও তা কার্যকর হবে আগামী ১ লা জানুয়ারী ২০১৯ সাল থেকে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বর্ধিত ডিএ ও অন্তর্বর্তীকালীন ভাতা মিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা মোট ২৫% ডিএ পেতে চলেছেন। অন্যদিকে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আরো অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার চাপ বাড়ল রাজ্যের কোষাগারে। প্রসঙ্গত, আদালতে সরকারি কর্মীদের করা মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এর আগে জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মীদের কোনো ডিএ বাকি নেই। কিন্তু হঠাৎ করে বছরের মাঝামাঝি কেন সামনের বছর থেকে চালু হতে যাওয়া ডিএর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তাই নিয়ে জল্পনা চরমে উঠেছে সরকারি কর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!