মুখ্যমন্ত্রীর আনুকূল্য এবার বড়সড় হাসি ফুটতে চলেছে মাদ্রাসাগুলিতে, জানুন বিস্তারিত কলকাতা রাজ্য August 10, 2019 ক্ষমতায় আসার পরই সংখ্যালঘুদের উন্নতিকরণের দিকে নজর দিতে দেখা গিয়েছিল রাজ্যের বর্তমান মা- মাটি-মানুষের সরকারকে। যে ক্ষেত্রে সংখ্যালঘুদের ব্যাপক উন্নতিও ঘটিয়েছে তারা বলে দাবি উঠেছে শাসকদলের তরফে। আর এবার সেই সংখ্যালঘুদের জন্য ফের বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু বেসরকারি উদ্যোগে চলা মাদ্রাসাগুলিকে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তি সংখ্যালঘু মাদ্রাসা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জারি করে দেওয়া হয়েছে। জানা গেছে, মূলত প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 2011 সালে রাজ্যে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পরে বেসরকারি পরিচালনাধীন মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়। তবে সরকার তাদের কোনো আর্থিক সাহায্য দিতে পারবে না বলে প্রথমে জানিয়ে দিয়েছিল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু পরবর্তীকালে এই ব্যাপারে কিছুটা সুর নরম করে বেশ কয়েকটি মাদ্রাসাকে সাহায্য করতে দেখা যায় রাজ্যের বর্তমান সরকারকে। কিন্তু সেখানেও বহু মাদ্রাসা সাহায্য না পাওয়ায় অনেকের মনেই ক্ষোভের সঞ্চার হয়েছিল। যেখানে তাদের মূল দাবি ছিল যে, শিক্ষকদের বেতন সরকারের পক্ষ থেকেই দেওয়া হোক। আর এবার সেই সমস্ত মাদ্রাসাগুলির মুখে হাসি ফুটিয়ে বেসরকারি পরিচালনাধীন মাদ্রাসাগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা জানানো হল। এই ব্যাপারে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই অর্থ পাওয়ার জন্য বেশ কিছু নথি এবং আবেদন জমা করতে হবে বলে জানানো হয়েছে। আর তা খতিয়ে দেখার পরেই জেলা প্রশাসনকে ওই বিষয়ে অর্থ বরাদ্দের জন্য নির্দেশ দেওয়া হবে। সব মিলিয়ে মাদ্রাসা নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি বেসরকারি উদ্যোগে চলা মাদ্রাসাগুলি। আপনার মতামত জানান -