বিজেপি হঠানোর রূপরেখা চূড়ান্ত করতে চেন্নাই হয়ে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী কলকাতা জাতীয় বিশেষ খবর রাজ্য July 29, 2018 দিল্লীতে বিজেপি বিরোধী মহাজোটের কেন্দ্রে কি থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই জল্পনা কদিন ধরেই ঘোরাফেরা করছিল রাজনীতির অলিন্দে। এবার সেই কানাঘুষো আরও জোরালো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী সফরসূচির চূড়ান্ত ঘোষণা হওয়ার সাথে সাথে। ৩১ আগস্ট বাংলার মুখ্যমন্ত্রীর করুণানিধি-পুত্র স্ট্যালিনের সভায় যোগ দিতে চেন্নাই যাওয়ার কথা। সেই সঙ্গে তিনি দেখে আসবেন অসুস্থ ডিএমকে নেতা করুণানিধিকেও। তবে এই সব কিছুর আসল উদ্দেশ্য যে বিজেপি বিরোধী জোটের প্রস্তুতি তা আর বলার অপেক্ষা রাখেনা বলেই ধারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিজেপি বিরোধী মহাজোট ক্রমশ দানা বাঁধছে দিল্লী দখলের অভিপ্রায়ে। সেই জোট আরও শক্তিশালী করতেই মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বলে মনে করা হচ্ছে। যে’কবারই তিনি দিল্লি গেছেন, ততবারই বিরোধী নেতারা তাঁকে বলেছেন, ‘আপনি বিজেপি-বিরোধী লড়াইয়ে সামনে থাকুন। আমরা আপনার সঙ্গে রয়েছি’। ফলে একপ্রকার পরিষ্কার যে বিরোধী জোট তৃণমূল সুপ্রিমোকেই চাইছে জোটের কেন্দ্রশক্তি হিসেবে। এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে প্রসঙ্গত দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্ট স্টিফেন্স কলেজের কর্মসূচিটি বাতিল হলেও কাটছাঁট হচ্ছে না তাঁর রাজনৈতিক সূচী। দিল্লিতে তিনি সংসদভবনে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন আগের পরিকল্পনা মতোই। এমনকি বিরোধীদলের নেতাদের সঙ্গেও তাঁর প্রস্তাবিত সব বৈঠকই জারি থাকছে বলে খবর। ৩১ জুলাই কনস্টিটিউশন ক্লাবে তিনি একটি আলোচনা সভাতেও যোগ দেবেন বলে সূত্রের খবর। সেখানে আলোচনার বিষয় থাকছে – ‘প্রতিবেশীকে ভালবাসো’। সেখানে উপস্থিত থাকবেন কলকাতার আর্চ বিশপও। প্রসঙ্গত, শুক্রবারই ন্যাশন্যাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার সঙ্গে নবান্নে জোট-বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর পরই ট্যুইটারে দুই হেভিওয়েট জাতীয় নেতানেত্রীই একে অপরের উপর আস্থা রেখে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ার কথা জানান। আপনার মতামত জানান -