এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মন্ত্রীদের বাদ দিয়েই সচিবদের নিয়ে নবান্নে গুরুত্ত্বপূর্ন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

মন্ত্রীদের বাদ দিয়েই সচিবদের নিয়ে নবান্নে গুরুত্ত্বপূর্ন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী


আজ নবান্নে রাজ্যের উন্নয়ন নিয়ে গুরুত্ত্বপূর্ন ও নজিরবিহীন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্ত্বপূর্ন, কেননা নির্বাচনের আদর্শ আচরণবিধির জন্য দীর্ঘদিন ধরে থমকে আছে উন্নয়নের কাজ, বিরোধীরা বারবার আদালতের দ্বারস্থ হওয়ায় বাধা প্রাপ্ত হচ্ছে উন্নয়ন। ফলে সেই কাজে কিভাবে গতি আনা যায় তা নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে এই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রের খবর। বিভিন্ন দফতরের কাজ কতটা হচ্ছে, সাধারণ মানুষের কাছে পরিষেবা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা তা পর্যালোচনা করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

নজিরবিহীন, কেননা এই বৈঠকে থাকছেন না রাজ্যের মন্ত্রীরা, শুধুমাত্র মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং বিভিন্ন দফতরের সচিবদের নিয়ে এই বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, প্রথমে ঠিক ছিল মন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ততার জন্য মন্ত্রীদের বৈঠকে থাকতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী বলে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। এই বৈঠকে কি প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকেই এখন তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!