এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার মুখ্যমন্ত্রীকে কিম জন উনের সঙ্গে তুলনা করে ঝড় তুলে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ

এবার মুখ্যমন্ত্রীকে কিম জন উনের সঙ্গে তুলনা করে ঝড় তুলে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ


করোনা পরিস্থিতিতে গোটা দেশ যখন সংক্রমণ রুখতে ব্যস্ত সেই সময়ও পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতির চরম বার বাড়ন্ত, এবার এমনটাই অভিযোগ কেন্দ্রের। ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের যখন রাজ্য গুলি ফিরিয়ে নিচ্ছে তখন উদাসীন মনোভাবের পরিচয় পাওয়া গেছে মমতা সরকারের তরফে এদিন এমনই অভিযোগ করলেন এক বিজেপি নেতা। অন্যদিকে বিজেপি সাংসদ গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসকের সাথে তুলনা করেছেন বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন – এর কথা মনে করিয়ে দিয়ে এদিন গিরিরাজ সিং বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কিম জং উন – এর মতই মর্যাদা লঙ্ঘন করছেন। জানা গেছে এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দেগে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেকে দেশের প্রধানমন্ত্রী মনে করেন তবে তিনি ভুল। রাজ্যকে কেন্দ্রের মতই চলতে হবে এটাই নিয়ম একটি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত রাজ্যের তরফে কেন্দ্রের দিকে বার বার আঙ্গুল তুলে বলা হচ্ছে রাজ্যকে সহায়তা করছে না কেন্দ্র। আবার কেন্দ্রের মন্ত্রীরা রাজ্যের বিরুদ্ধে একই অভিযোগ আনছেন বলে জানাচ্ছেন রাজনৈতিক মহল। এদিকে সম্প্রতি মমতা সরকারের তরফে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ঘোষণা করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী বলে সরাসরি আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

সম্প্রতি টিকিয়াপারার ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। জানা গেছে এদিন তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন বিশেষ সম্প্রদায়কে ক্রমাগত প্রশ্রয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে ইসলামিক স্টেট – এ পরিবর্তিত করতে চাইছেন এমনকি রাজ্যকে বাংলা দেশের সাথে যুক্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী।

এদিকে পরিযায়ী শ্রমিকদের ট্রেনে ফেরানোর জন্য ব্যবস্থা নিয়েছে পশ্চিবঙ্গ সরকার। জানা গেছে শুধু তাইই নয় ট্রেনে ফেরার জন্য সব খরচ বহন করবে রাজ্য এমনটাই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত পরিযায়ী শ্রমিকরা আশার আলো দেখতে পাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!