এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর শিল্প আনতে বিদেশ সফর নিয়ে বড়সড় দাবি করলেন মুকুল রায়

মুখ্যমন্ত্রীর শিল্প আনতে বিদেশ সফর নিয়ে বড়সড় দাবি করলেন মুকুল রায়

সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবস উপলক্ষ্যে শনিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বটতলা এলাকায় বিজেপি দলের পক্ষ থেকে রক্তদান শিবিরেরর আয়োজন করা হয়েছিলো। এদিনের কর্মসূচীতে অংশ গ্রহণ করেছিলেন বিজেপি নেতা মুকুল রায় সহ বিজেপি দলের জেলা নেতৃত্ব। কর্মসূচীর মঞ্চ থেকে মুকুল রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকে উদ্দেশ্যকে নানাভাবে তোপ দাগলেন। মুকুলবাবু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একপ্রকার জবাবদিহি চেয়েই বললেন, ”৭ বছরে বারংবার বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই ওঁনার উচিত এতদিনের বিদেশ সফর নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা। উনি যতগুলো বিদেশ সফর করেছেন তাতে পশ্চিম বাংলায় কোনও শিল্প আসেনি। শুধু অর্থের ধ্বংস্ব হয়েছে।” একইসাথে তিনি বললেন , ”আগে মমতার বলা উচিত কোন বিদেশ সফর থেকে রাজ্যে কি শিল্প এসেছে ? তারপর অন্য বিদেশ সফরে উনি যাত্রা করুন।” এছাড়াও মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে , বিজেপি নেতা মুকুল বাবু বললেন, ”মুখ্যমন্ত্রী বারংবার বিদেশ সফরে গেলেও রাজ্যে কোনও শিল্প আসেনি। উনি শ্বেতপত্র প্রকাশ করলেই তা স্পষ্ট হয়ে যাবে। তাই প্রকাশ করছেন না।”

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একই সাথে এদিন শ্যামাপ্রাসাদ মুখোপাধ্যায়কে নিয়ে রাজ্যসরকারের অনুষ্ঠান সম্পর্কে কড়া সমালোচনা করে তিনি বললেন, ”দেরিতে হলেও রাজ্য সরকারের বোধোদয় হয়েছে।” পাশাপাশি এদিন মুকুল বাবু সাংবাদিকদের উদ্দেশ্যে স্পষ্ট জানালেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র রক্ষার দাবিতে যে কোনো দলের নেতা কর্মীদেরই বিজেপি দলে অভিনন্দন। যদিও মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে মুকুলবাবুর অভিযোগের পরে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!