এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুজোর আগেই কোলকাতাবাসীর জন্য বড়সড় সুখবর দিতে চলেছে মুখ্যমন্ত্রী

পুজোর আগেই কোলকাতাবাসীর জন্য বড়সড় সুখবর দিতে চলেছে মুখ্যমন্ত্রী


পুজোর আর একমাসও বাকি নেই। তবে তার আগেই শহরবাসীকে নয়া চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোলকাতার রাজপথগুলোকে পুজোর আগেই ঝকঝকে তকতকে করার নির্দেশ দিলেন নেত্রী। কোলকাতা পুরসভাকে আগামী ৭ অক্টোবরের মধ্যে শহরের সমস্ত রাস্তা মেরামত করার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, শহরের সমস্ত জনপ্রিয় এবং ভীড় হওয়া পুজো মন্ডলগুলো সংযোগকারী রাস্তাগুলোতে বেশি নজর দিতে। কারণ দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ পুজো। দেশ,বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোলকাতার পুজো দেখতে মানুষের ঢল নামে রাস্তায়। আর প্রতি বছরই রাস্তার খানা-খন্দ নিয়ে একগুচ্ছ অভিযোগ আসে রাজ্যসরকারের কাছে। তাই এবার পুজোর আগেই এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই নড়েচড়ে বসেছে কোলকাতা পুরসভা। প্রতিবছরের মতো এ বছরও কোলকাতা পুরভবনে পুরকর্তাদের পাশাপাশি কেএমডিএ সিইএসসি,এবং কোলকাতা পুলিশ কর্তাদের নিয়ে সমন্বয় বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন মেয়র তথা দমকল কর্মী শোভন চট্টোপাধ্যায়। উল্লেখ্য,পুরসভার সমস্ত বরো চেয়ারম্যানের এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা বললেও হাজির ছিলেন মাত্র তিন জন। আলো,রাস্তাঘাট,জলনিকাশি,জঞ্জাল অপসারণের মতো পুর-পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পুজোর সময় সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, সেসব নিয়েই আলোচনা হয় এদিনের বৈঠকে। এমনটাই জানালেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার।

তবে বৈঠকে বেশি জোর দেওয়া হয়েছে রাস্তা মেরামতির উপরেই। কারণ খাতায় কলমে বর্ষার বিদায় হলেও মাঝেমাঝে বর্ষা হচ্ছে শহরে। আকষ্মিক নিম্নচাপ বা ঘূর্নাবর্তের কারণে হঠাৎ করেই দু তিনদিন ধরে অঝোড়ে বৃষ্টি হচ্ছে শহরে। ফলত,রাস্তা মেরামতিতে এখনই হাত দেওয়া যাচ্ছে না। তবে নেত্রীর নির্দেশ মতো ৭ অক্টোবরের আগে শহরের সমস্ত রাস্তাঘাট মেরামত হয়ে যাবে বলেই আশ্বাস দিয়েছেন পুরসভার আধিকারিকরা।

এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার কথা উঠে এসেছে,যেগুলিতে পুজোর সময় বাড়তি ভীড় থাকে। সেসব রাস্তার দু ধারে গাছের ডাল ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এস এন ব্যানার্জি রোডের উপরে দুধারে গাছ গুলো অনেকটা ঝুঁকে পড়েছে যা রাস্তার বাতিগুলোকেও ঢেকে দিচ্ছে। এইসব গাছগুলোকে ছাঁটতে হবে এমনটাই জানালেন ৬ নম্বর বরোর চেয়ারপার্সন সঞ্চিতা মন্ডল। এছাড়া শহরে যেন একটাও বাতিহীন আলোক স্থম্ভ না থাকে সেদিকেও নজর দিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর সময়ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে শহরে। সেই চাপ সামলানোর জন্য পোর্টাবল পাম্প ব্যবহার করে শীঘ্রই যাতে জল নিকাশ করা যায়,সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বৈঠকে উপস্থিত কেএমডিএ কর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে ই এম বাইপাসের রাস্তা মেরামতির দিকটা দেখতে। এবারে গতবছরের তুলনায় পুজো মন্ডপের সংখ্যা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখনো অব্দি ৪০০০ হাজারের ও বেশি পুজোর অনুমোদন করা হয়েছে গিয়েছে পুরসভা কর্তৃপক্ষের। এমনটাই জানা গিয়েছে পুরসভা সূত্রের খবর থেকে। তাছাড়া এখন তো পুজোর ঠাকুর দেখার ভীড় শুরু হয়ে যায় তৃতীয়া চতুর্থীরা দিন থেকেই। সেইজন্যে খারাপ রাস্তার কারণে পুজো মন্ডপে যেতে যাতে মানুষের অসুবিধা না হয় তার জন্য আগেভাগেই কোলকাতার রাজপথগুলোকে ঢেলে সাজানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!