এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উৎসবের মরশুমে খুশির হাওয়া রাজ্যের পেনশনভোগীদের জন্য

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে উৎসবের মরশুমে খুশির হাওয়া রাজ্যের পেনশনভোগীদের জন্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে রাজ্য সরকারী কর্মচারীরা উৎসবের আগেই পেলেন উৎসবের আনন্দ বার্তা। রাজ্যের  অবসরপ্রাপ্তদের পেনশনভোগী সরকারী কর্মচারীদের জন্যে মুখ্যমন্ত্রী উৎসব ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন। জানা যাচ্ছে উৎসবের আগেই তাঁরা এই ভাতা পাবেন। জানা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের পেনশনভোগী সরকারী কর্মচারীরা ঈদের আগেই এই উৎসব ভাতা পাবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর হিন্দু ধর্মাবলম্বীরা এই ভাতা পাবেন  ২৬ শে সেপ্টেম্বর থেকে ৫ ই অক্টোবরের মধ্যে অর্থাৎ কি না শারদোৎসবের আগেই। মুখ্যমন্ত্রী কর্মরত সরকারী কর্মচারীদের জন্যে উৎসব ভাতা বৃদ্ধি করার অল্প দিনেই অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি করলেন। নবান্ন সূত্রে জানা গেছে , ১০০ টাকা করে ৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে এই বছরে অর্থাৎ গত বছর যেসব পেনশনভোগী সরকারী কর্মীরা উৎসব ভাতা বাবদ পেতেন ১৯০০ টাকা তাঁরা চলতি বছরে পাবেন ২০০০ টাকা। দিন কয়েক আগে অর্থ দফতর এক বিজ্ঞপ্তি জারী করে যার ভিত্তিতেই এই উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে বলে জানা  গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!