এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর লেখা কবিতা এবার পাঠ্য় বইয়ে, পড়ুয়াদের শেখান হবে আবৃত্তি

মুখ্যমন্ত্রীর লেখা কবিতা এবার পাঠ্য় বইয়ে, পড়ুয়াদের শেখান হবে আবৃত্তি


এবার মুখ্যমন্ত্রীর লেখা গান আবৃত্তি করবে স্কুলের পড়ুয়ারা। জানা যাচ্ছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গান লিখেছিলেন রাজ্যের স্কুল সিলেবাসে সেই গানকেই কবিতা হিসাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর সেই কবিতাই আবৃত্তি করবে স্কুলের খুদে পড়ুয়ারা।

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? যে গান এতদিন রাজপথে সোনা যাচ্ছিলো তা এবার পাঠ্যবইয়ে কেন? এনিয়ে স্কুলশিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্য হলো, ‘প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে প্রতিষ্ঠান চলতে পারে না। সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের প্রতিষ্ঠাতা মুখ্যমন্ত্রী। তাই তাঁর কবিতা স্কুলপাঠ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে যে, প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত পথনিরাপত্তা বিষয়টি শেখানোর জন্য তৎপর সরকার। পথসচেতনতা বাড়াতে
নিচু ক্লাসে ছবি আঁকা, নাটকে অভিনয় করা প্রভৃতি শেখানো হচ্ছে। এবার রাস্তায় নেমে সচেতনতার পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। আর এর জন্য পুলিশ এবার শিক্ষকের ভূমিকা নেবে। তারাই স্কুলে গিয়ে পথ নিরাপত্তা বিষয়ে ক্লাস নেবেন।কিন্তু তার জন্য স্থানীয় থানায় চিঠি দিয়ে বিষয়টি সম্পর্কে জানাতে হবে স্কুলের শিক্ষকদের।

এই নিয়ে বিকাশ ভবনের এক আধিকারিক জানিয়েছেন, ‘স্বাস্থ্য ও শারীরশিক্ষায় কোন ক্লাসে কী পড়ানো হবে তা নিয়ে স্পষ্ট কোনও নির্দেশিকা ছিল না। মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষকদের জন্য একটি বই তৈরি করেছে। নতুন বছরে বইটি কলকাতা-সহ সব জেলায় পাঠানো হবে। সেই বইতে মুখ্যমন্ত্রীর কবিতা আবৃত্তি শেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

মুখ্যমন্ত্রীর যে কবিতাটি স্কুলপাঠ্যে রাখা হচ্ছে সেটি হল-

সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সাবধান সাবধান সাবধান।
গাড়ি-ঘোড়া সব আস্তে চালান,
মানুষের জীবন আপনি বাঁচান।
হলুদ আলোতে রেডি হয়ে যান,
সবুজ আলোতে আস্তে চালান,
আপনারই হাতে আছে মানুষের প্রাণ।
লালবাতি দেখে তাই গাড়ি থামান,
একে অন্যের প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন অপরকে বাঁচান।
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
সিগন্যাল ভেঙে গাড়ি চালাবেন না,
হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না,
আপনার হাতে মানুষের প্রাণ
নিয়মটা মেনে তাই গাড়ি চালান।
তাড়াহুড়ো রেষারেষি করবেন না।
একে অন্যকে মারবেন না
সেফ সেফ সেফ ড্রাইভ, সেভ সেভ সেভ লাইফ।
প্রাণ বাঁচান প্রাণ বাঁচান।
নিজে বাঁচুন, অপরকে বাঁচান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!