এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুভেন্দু অধিকারীর হাত ধরে 3200 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হলদিয়ায়

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুভেন্দু অধিকারীর হাত ধরে 3200 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হলদিয়ায়


রাজ্যের প্রতিটি ক্ষেত্র যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হচ্ছে ঠিক তখনই এবার হলদিয়ায় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে গতকাল 3200 কোটি টাকা বিনিয়োগে তৈরি বেসরকারি সংস্থা ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশনের নয়া তাপবিদ্যুৎকেন্দ্র হিরণ্ময় এনার্জি লিমিটেডের বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের সূচনা হল।

যার সূচনা করলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী এবং হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু বাবু ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক, কাউন্সিলার সঞ্জীব পট্টনায়ক, সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন কারখানার আধিকারিকেরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2017 সালের 10 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দকুমার থেকে রিমোটের মাধ্যমে এই কারখানার উদ্বোধন করেন। কিন্তু মাঝে সেই কারখানা শুরু হলেও তার কাজ বন্ধ হয়ে গিয়েছিল। কেননা এই কারখানার জন্য যে সমস্ত ব্যাংক ফিনান্স করেছিল তারা 2010 সালে তাদের টাকা দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থা এই হলদিয়ার ওপর দূষণ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করলে ব্যাংকের তরফ থেকেও ঋণের টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। এদিকে সেই সময় রাজ্যের বর্তমান পরিবেশ ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংসদ থাকার সুবাদে সেই দূষনের নিষেধাজ্ঞা তোলার জন্য গ্রিন বেঞ্চে মামলা করলে গত 2013 সালে সেই নিষেধাজ্ঞা উঠে পরবর্তীতে 2016 সালে ফেরি কারখানা তৈরি হলেও তারা কোথায় বিদ্যুৎ বেচাকেনা করবে তা নিয়ে ফের প্রবল সমস্যা তৈরি হয়।

আরে এহেন একটা পরিস্থিতিতে রাজ্যের তরফ থেকে উদ্যোগ না নিলে এই সমস্যার যে সমাধান হত না এদিন সেই কথা বলে রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক মাস আগেই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট হয়েছে। রাজ্যের বিদ্যুৎ দপ্তর বেসরকারি সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কিনবে। তাই রাজ্য সরকার যদি এগিয়ে না আসত তাহলে এই সমস্যার সমাধান জীবনে হত না।”

জানা গেছে, প্রথম দফায় এখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। পাশাপাশি সংস্থার তরফ থেকে এখানে একটি সিমেন্ট কারখানা গড়ার জন্য 15 থেকে 20 একর জমিও চাওয়া হয়েছে। আর এই জমির ব্যবস্থা করবে এইচডিএ। এদিন এখানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এখনও পর্যন্ত এখানে 110 জন কাজ পেয়েছেন। সব মিলিয়ে 250 থেকে 300 জনকে কাজ দেওয়া হবে। বিদ্যুৎ সংস্থা কর্তারা কারখানার আশেপাশে প্রচুর পরিমাণে গাছ লাগান। কারখানা পর্যন্ত রাস্তা আমরা কংক্রিট করে দেবো।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে রাজ্য সরকারের সঙ্গে 300 মেগাওয়াট বিদ্যুৎ কেনার জন্য 25 বছরের চুক্তি হয়েছে বলে এদিন জানান আইপিসিএল হিরণ্ময় এনার্জির অন্যতম কর্তা সোমেশ দাশগুপ্ত। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় শুভেন্দু অধিকারীর হাত ধরে ফের শিল্পতালুক হলদিয়ায় 3200 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!