এখন পড়ছেন
হোম > রাজ্য > শহরের যানযন্ত্রণা রুখতে একাধিক স্থানে একাধিক প্রজেক্ট শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

শহরের যানযন্ত্রণা রুখতে একাধিক স্থানে একাধিক প্রজেক্ট শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর


ব্যস্ত শহর কলকাতা। অফিস যাত্রী থেকে নিত্য যাত্রী, সকাল আটটা থেকে রাত আটটা যেন কলকাতাবাসীর হাফ ছাড়ার সময় নেই। বাস, রিকশা, দোকানপাট, অফিস- কাছারি নিয়ে যেন এ এক অন্য শহর। তবে এই সুন্দর শহরে মাঝেমধ্যেই যানজটের শিকারে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। যার ফলে সকাল সকাল বাড়ি থেকে খোশমেজাজে বেরোলেও রাস্তায় একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন অনেকেই। আর তাই এবারে সাধারণ মানুষকে এই যান যন্ত্রনা থেকে মুক্তি দিতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সূত্রের খবর, শহরের ইএম বাইপাসের ব্যস্ততম রুবি মোড়ে উড়ালপুল এব্ং আন্ডারপাস তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য। প্রসঙ্গত উল্লেখ্য, এই ইএম বাইপাসে দিন কে দিন রাস্তা পারাপার করতে প্রবল ঝুঁকির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। আর তার সাথে রুবি মোড়ে একগুচ্ছ হোটেল, বড় বড় হাসপাতাল এবং বেসরকারি অফিস থাকায় সেখানেও ভিড় বাড়ছে প্রতিনিয়ত নিত্যযাত্রীদের। আর যার ফলে অনেক সময়ই ঘটছে একাধিক দুর্ঘটনা। আর তাই শহরবাসীকে এই প্রবল সমস্যা থেকে নিরসন দিতে আন্ডারপাস তৈরি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কিন্তু যেখানে এত কোটি আর্থিক বোঝা সরকারের মাথায় সেখানে কিভাবে তৈরি হবে এই আন্ডারপাস?

সূত্রের খবর, বিভিন্ন দপ্তরের হাতে পড়ে থাকা টাকা নিয়ে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য একটি তহবিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তহবিলের 18 হাজার কোটি টাকায় তৈরি হচ্ছে এই আন্ডারপাস। তবে শুধু রুবিই নয়, যাদবপুরে সুলেখা মোড়, শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত উড়ালপুল, বি টি রোডের উপর এলিভেটেড করিডর, উল্টোডাঙা থেকে লেকটাউন পর্যন্ত উড়ালপুলের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে স্থানীয় বিধায়ক সুজিত বসু চিংড়িঘাটা আন্ডারপাস তৈরির দাবি বহুদিন আগে তুললে সেখানে আপাতত উড়ালপুল তৈরি সম্ভব নয় বলে এদিন জানিয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তবে আন্ডারপাসের পরিবর্তে সেখানে ফুটওভার ব্রিজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এদিন জানান মন্ত্রী। সব মিলিয়ে যানজট থেকে শহরবাসীকে মুক্তি দিতে একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!