এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ৫৩ হাজার কোটি চেয়ে পেলেন মাত্র ৪১৭ কোটি! কেন্দ্রের বারবার ‘বঞ্চনায়’ ক্ষোভে ফুঁসছেন মমতা!

৫৩ হাজার কোটি চেয়ে পেলেন মাত্র ৪১৭ কোটি! কেন্দ্রের বারবার ‘বঞ্চনায়’ ক্ষোভে ফুঁসছেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিকে করোনা পরিস্থিতি এবং অন্যদিকে ভয়াবহ দুর্যোগ, এই দুই অবস্থাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন সময়ে কেন্দ্রের কাছে আর্থিক দাবি দেওয়ার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ফের রাজ্যকে যাতে আর্থিক সাহায্য করা হয়, তার জন্য আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে রাজ্যের প্রাপ্য 53 হাজার কোটি টাকা বরাদ্দ করার দাবি জানিয়েছিলেন তিনি।

শুধু তাই নয়, এই প্রাপ্য টাকা যদি আসে, তাহলে কিভাবে করোনার বিরুদ্ধে লড়াই করা যাবে, ভিডিও কনফারেন্সে তার ব্যাখ্যাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সাহায্য করা হল। কিন্তু বাংলার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক বরাদ্দ করল মাত্র 417 কোটি টাকা। যেখানে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া থেকে শুরু করে করোণা পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে রাজ্য সরকারকে, সেখানে এই সামান্য কিছু টাকা দিয়ে কেন্দ্র ঠিক কি করতে চাইছে, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসকে আটকাতে ইতিমধ্যেই আড়াই হাজার কোটি টাকার বেশি খরচ করেছে পশ্চিমবঙ্গ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে কেন্দ্র থেকে সাহায্য করা হয়েছে মাত্র 125 কোটি টাকা। ফলে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে ব্যাপক অর্থ চলে যাওয়ায় কিভাবে অন্যান্য উন্নয়নমূলক কাজ চলবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সেই সমস্ত কথা তুলে ধরে কেন্দ্র যাতে রাজ্যকে অর্থ দিয়ে সাহায্য করে, তার জন্য আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতই এই আবেদনে সাড়া দিয়ে 417 কোটি টাকা রাজ্যকে দেওয়া হলেও, তা যথেষ্ট নয় বলে দাবি করছে বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী এই 417 কোটি টাকা এমনিতেই বাংলার প্রাপ্য।

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে বাড়তি অর্থ দিয়ে রাজ্যকে সাহায্য করার কথা বললেও, রুটিন প্রাপ্য দিয়ে কেন্দ্র কি শুধুমাত্র তারা রাজ্যকে সাহায্য করছে, এটা দেখাতে চাইল! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। কেন রুটিন প্রাপ্তির বাইরে বাড়িয়ে রাজ্যকে সাহায্য করল না কেন! তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যের অবস্থার দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছিলেন। ফলে কেন্দ্রের পক্ষ থেকেই নামেমাত্র সাহায্য পাওয়ায় এবার রাজ্যের শাসক দল নিজেদের কেন্দ্র বিরোধী মনোভাব আরও শক্তিশালী করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!