এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর! উৎসব ভাতার জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা! বাড়ছে বোনাস

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় সুখবর! উৎসব ভাতার জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা! বাড়ছে বোনাস


করোনা দুর্যোগে থমথমে গোটা বিশ্ব – বাংলার বাতাসেও এই মারণ ভাইরাসের ক্ষত গভীর থেকে ক্রমশ গভীরতর হচ্ছে। সামনেই আসছে উৎসবের মরশুম – একদিকে দুর্গাপুজো, অন্যদিকে রমজান। কিন্তু সেই উৎসবের মরশুমেও সবার মুখ থেকে হাসি কার্ট শুকিয়ে গেছে। কেননা, একদিকে রয়েছে করোনার বিরুদ্ধে অসম লড়াই, যে কোন মুহূর্তে প্রাণ যাওয়ার ভয়। অন্যদিকে রয়েছে, করোনাকে রুখতে গিয়ে গৃহবন্দী জীবন – যাতে করে রোজগারের পথে বাধা।

কিন্তু এসবের মাঝেই এবার রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এ বছর উৎসব ভাতার জন্য রাজ্য সরকারের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার ফলে রাজ্যের প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। এমনিতেই ডিএ ও পেকমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ অপরিসীম। কিন্তু তার মাঝেই এবার অ্যাডহক বোনাস ও ফেস্টিভ্যাল অ্যাডভান্স হিসেবে ৪০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গতবারের ৪,০০০ টাকার বদলে এবারে অ্যাডহক বোনাস দেওয়া হবে ৪,২০০ টাকা করে। এর জন্য, গতবছর স্যালারি সিলিং ছিল ৩০,০০০ টাকা, এবছর তা বাড়িয়ে করা হয়েছে ৩৪,২৫০ টাকা। এর পাশাপাশি, ফেস্টিভ্যাল অ্যাডভান্সের পরিমাণ গতবারের ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে এবার ১০,০০০ টাকা করার কথা ঘোষণা করেন তিনি। এর জন্য, গতবছর স্যালারি সিলিং ছিল ৩৪,২৫০ টাকা, এবছর তা বাড়িয়ে করা হয়েছে ৪১,১০০ টাকা।

তবে রমজান ও দুর্গাপুজোর মরশুমে শুধু সরকারি কর্মচারীই নন – মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যেপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী হাসি ফুটবে পেনশনারদের মুখেও। রাজ্যের পেনশনাররা এক্সগ্রাসিয়া হিসেবে সুযোগ পাবেন। গতবারের ২,১০০ টাকা থেকে বাড়িয়ে ২,২০০ টাকা করা হয়েছে। এছাড়াও গতবছর এই সুযোগ পেয়েছিলেন যাঁদের পেনশন ২৬,০০০ টাকা পর্যন্ত। এ বছর তা বেড়ে হচ্ছে ২৯,৭০০ টাকা। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী – সরকারি কর্মী ও পেনশনার বাদেও এর ফলে পঞ্চায়েত ও পুরসভা, বিশ্ববিদ্যালয় ও স্কুল এবং ক্যাজুয়াল কর্মীরাও উপকৃত হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!