এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে ৩ মাস ধরে সরকারের আয় তলানিতে! কর্মীদের বেতন-পেনশন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

করোনা আবহে ৩ মাস ধরে সরকারের আয় তলানিতে! কর্মীদের বেতন-পেনশন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর


একদিকে করোনা ভাইরাস মোকাবিলায় এবং অন্যদিকে ভয়াবহ সাইক্লোনকে মোকাবিলা করতে গিয়ে এখন রীতিমত রাজ্য সরকারের ভাঁড়ারে টান পড়তে শুরু করেছে। দীর্ঘদিন লকডাউন চলায় অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কা করছেন সকলে। তাই এই অবস্থায় সরকারি কর্মীরা কতটা বেতন পাবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল রাজ্যে।

কেননা এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যাচ্ছিল, “রাজ্যের ভাড়ারে অর্থ নেই। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে!” আর এই পরিস্থিতিতে বেতন এবং পেনশন দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হরিশ পার্কের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “তিন মাস ধরে সরকারের কোনো আয় নেই। তাও রাজ্যকে নিয়মিত বেতন, পেনশন দিতে হচ্ছে। 55 হাজার কোটি টাকা দেনা শোধ করতে হচ্ছে। সাংসদ তহবিলের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।” অর্থাৎ এত সঙ্কটের মধ্যেও, তাঁর সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের প্রাপ্য বেতন থেকে কাউকে বঞ্চিত করেনি বলে এই বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এটা রাজনীতি করার সময় নয়। দুর্যোগের সময় রাজনীতি হিসেবে দেখবেন না। রাজনীতি না করে মানুষের সেবা করুন। ভয়ে তিন মাস কেউ বাইরে বেরোননি। একমাত্র আমরাই নিয়মিত কাজ করে গিয়েছি।” সব মিলিয়ে এবার ভয়াবহ দুর্যোগে বেতন, পেনশন না কাটা নিয়ে সকলকে আশ্বস্ত করলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!