এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে রোখা যাচ্ছে না করোনা! সোমবার আবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত মোদীর?

দেশজুড়ে রোখা যাচ্ছে না করোনা! সোমবার আবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত মোদীর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিশ্ব মহামারী করোনার প্রকোপের ফলে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা ভয়াবহ। এমতাবস্থায় ভারতের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশ বড়েই চলেছে।করোনা পরিস্থিতিতে প্রথম থেকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার একসাথে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে।বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে আরো একবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছেন বলে সূত্রের খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, আগামী ২৭ শে জুলাই, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন এবং সেখানে প্রত্যেক রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।সূত্র মারফত জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বৈঠকে থাকবেন। সূত্র মারফত এও জানা যায় যে,এই দিন ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে বৈঠকটি সম্পন্ন হবে।ইতিমধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্র মারফত জানা যায় যে,এই দিন কিছু রাজ্যকে কিট ও অন্যান সরঞ্জাম দেওয়া হবে। এছাড়া ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস কিভাবে এই করোনা পরিস্থিতিতে পালন করতে হবে সেই ব্যাপারেও কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।কেন্দ্রের এই নির্দেশিকায় সমস্ত রাজ্যগুলিকে বলা হয়েছে যে, এই দিন কোভিড যোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যেভাবে দিনের পর দিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তা বিশেষজ্ঞ মহলকে ভাবাচ্ছে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন কবে বাজারে পাওয়া যাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। ভরতে ক্রমাগত যেভাবে করোনার প্রকোপ বেড়েই চলছে সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় তা দেখার বিষয়। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ শে জুলাই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগদান করবেন কিনা তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!