এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রথম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত – শুধু হুগলি জেলাতেই ৫৭ হাজার সংখ্যালঘু পড়ুয়াকে ১১ কোটির স্কলারশিপ রাজ্য সরকারের

প্রথম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত – শুধু হুগলি জেলাতেই ৫৭ হাজার সংখ্যালঘু পড়ুয়াকে ১১ কোটির স্কলারশিপ রাজ্য সরকারের


হুগলি জেলার প্রথম থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ পাওয়া নিয়ে বড়সড় তথ্য উঠে এল প্রশাসনিক রিপোর্টে। ২০১৭-১৮ আর্থিক বর্ষে সংশ্লিষ্ট জেলায় প্রায় ৫৭ হাজার সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ হিসাবে প্রায় ১১ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এর মধ্যে প্রায় ৯ কোটি টাকা ইতিমধ্যেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর এবং বকেয়া টাকা পাঠানোর ব্যবস্থা চলছে।

এই টাকা দেওয়ার জন্যে চলতি আর্থিক বছরে ডাটা এন্ট্রির কাজও শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জেলার সব কটি ব্লকের জন্য প্রায় ১১ কোটি টাকা পাওয়া গিয়েছে নবান্নের তরফ থেকে বলে সংবাদমাধ্যমকে জানালেন হুগলি জেলা সংখ্যালঘু দপ্তেরের এক আধিকারিক। প্রশাসনিক সূত্রের খবর, মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের উদ্যোগে আরামবাগ মহকুমা সহ জেলার অন্যান্য ব্লককে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানত, দুটি ক্যাটাগরিতে ভাগ করো এই টাকা দেওয়া হচ্ছে। প্রি ম্যাট্রিক স্তরে অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাচ্ছে এক হাজার টাকা। ওই স্তরেরই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পাচ্ছে ২,৫০০ টাকা। এছাড়া পোস্ট ম্যাট্রিক স্তরের একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য তিন হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এমনকী, স্নাতক স্তরের সব স্ট্রিমের পড়ুয়াদের জন্য মাথাপিছু ৩,৮০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, ৫০% নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পাওয়ার জন্যে আবেদন করতে পারবেন। ছাত্রছাত্রীরা ব্যাঙ্কের পাসবুকের ফটোকপি ও সংশ্লিষ্ট স্কুল বা কলেজের শংসাপত্র নিয়ে অনলাইনে স্কুল বা কলেজের পোর্টালে আবেদন করতে পারবেন। এই আবেদনের উপর ভিত্তি করেই এই আর্থিক বর্ষে রাজ্য সরকার এই টাকা দিচ্ছে। বর্তমান আর্থিক বছরের জন্য, আগেই পড়ুয়াদের স্কলারশিপ প্রাপকদের তালিকায় নাম নথিভুক্ত করা হয়ে গিয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!