এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির “প্রকৃত বন্ধু” তৃণমূল বলেই কি ধর্মঘট আটকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী? বিরোধীদের তীব্র তোপে শুরু চাপানউতোর

বিজেপির “প্রকৃত বন্ধু” তৃণমূল বলেই কি ধর্মঘট আটকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী? বিরোধীদের তীব্র তোপে শুরু চাপানউতোর

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আগামী 8 এবং 9 জানুয়ারি দেশজুড়ে বামেদের ডাকা দু’দিনের ধর্মঘটে রাজ্যের শাসক দল তথা প্রবল বিজেপি বিরোধী বলেই পরিচিত তৃণমূল কংগ্রেস আদৌ কি শামিল হবে! এই নিয়ে নানা জল্পনা চলছিল। কিন্তু না, অবশেষে দেখা গেল যে পূর্বের মতোই সেই বনধকে রুখতে কঠোর পদক্ষেপ নিলেন রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বামেদের ডাকা ধর্মঘটের দিন যাতে বাংলার জনজীবন সচল থাকে সেই ব্যাপারে রাস্তায় অতিরিক্ত বাস নামানো এবং সরকারি অফিসের কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। আর এতেই বিরোধীদের তোপের মুখে পড়তে হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বিরোধীদের দাবি, বামেদের এই ধর্মঘট কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাই সেই কেন্দ্রের বিজেপি বিরোধী হিসেবে পরিচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্মঘটকে আটকাতে যেভাবে উদ্যোগী হয়েছেন তাতেই বোঝা যাচ্ছে যে মোদী এবং মমতার মধ্যে একটি সমঝোতা রয়েছে। এদিকে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইনটিইউসিও বাংলায় বামেদের এই ধর্মঘটকে সমর্থন করেছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাহলে কেন প্রবল বিজেপি বিরোধী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বনধকে সমর্থন করলেন না? তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের খোঁচার মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলকে।

এদিন এই প্রসঙ্গে ধর্মঘটের সমর্থনে এক প্রচার সভায় উপস্থিত হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “দুদিনের এই ধর্মঘট পুরোপুরি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ডাকা হয়েছে। আমরা চেয়েছিলাম, মুখ্যমন্ত্রীর যদি এই ধর্মঘটে সমর্থন নাও করেন তাহলে অন্তত তিনি তাঁর বিরোধিতা করবেন না। কিন্তু উনি ফের এই ধর্মঘটের বিরোধিতা করে প্রমাণ করলেন যে, তিনি বিজেপিরই দোসর।”

অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে এই বামেদের ডাকা ধর্মঘটকে রক্ষার ব্যাপারে উদ্যোগ নেওয়া হল। এদিন সেই প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়েছেন রাজ্যের কংগ্রেসের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তিনি বলেন, “এটা আদতে মুখ্যমন্ত্রীর স্বৈরাচারী মনোভাব মোদির সঙ্গে গোপন বন্ধুত্ব রক্ষার তাগিদ থেকেই উনি এইসব করছেন।”

সব মিলিয়ে এবার আগামী 8 ও 9 জানুয়ারি বামেদের ডাকা ধর্মঘটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা নিয়ে সরব হল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!