এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, জোর চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর ছবিকে বিকৃত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, জোর চাঞ্চল্য


লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপির মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়শই তরজা হতে দেখা যায়। বিভিন্ন সময় সোশ্যাল সাইটে একে অপরের বিরুদ্ধে করা বিভিন্ন কুরুচিকর ও অরাজনৈতিক মন্তব্য সেই শাসক-বিরোধী তরজাকে আরও বাড়িয়ে দিয়েছিল। আর এবার ফের সেই তরজা উস্কে উঠতে শুরু করল।

সূত্রের খবর, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। যে ঘটনায় এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের মানিকচক থানার চৌকি মিরদাদপুর গ্রামে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু পোস্টার এবং ব্যানার বিকৃত করা হচ্ছিল।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর একটি ছবি বিকৃত করে তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়। আর যে ঘটনায় অভিযোগের তীর ওঠে এই মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মাম্পি রজক এবং তার স্বামী তরুণ রজকের বিরুদ্ধে। আর এই ঘটনা নিয়েই এখন শুরু হয়েছে তরজা। জানা গেছে, ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে সেই বিজেপির প্রধানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ছবি বিকৃত করার অভিযোগ তুলে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা গৌর চন্দ্র মন্ডল বলেন, “মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করা হয়েছে। আমরা মানিকচক থানায় বিজেপি প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। আশা করি, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

অন্যদিকে তৃণমূলের এই অভিযোগকে সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন সেই অভিযুক্ত বিজেপির প্রধান মাম্পি রজক। এদিন তিনি বলেন, “আমি এই কাজ করিনি। ইচ্ছে করে ষড়যন্ত্র করে বিজেপিকে দুর্নাম করার চেষ্টা হচ্ছে।” তবে তৃণমূলের পাল্টা দাবি, এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্ন নেই।

কেননা মুখ্যমন্ত্রীর যে ছবিটি বিকৃত করা হয়েছে, তা বিজেপির সোশ্যাল সাইট থেকেই ছাড়া হয়েছে। ফলে এর সঙ্গে চক্রান্তের কোনো সম্পর্ক নেই। কেননা বিজেপির সোশ্যাল সাইট তো আর তৃণমূল চালাতে যাবে না। সব মিলিয়ে এবার মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!