এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “এখন ওনার BJP ম্যানিয়া হয়ে গেছে। ” মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

“এখন ওনার BJP ম্যানিয়া হয়ে গেছে। ” মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

পুলওয়ামা হামলার প্রেক্ষিতে রাজ্যে তৃণমূল বনাম বিজেপির আক্রমণ তথা পাল্টা আক্রমণের জেরে উত্তপ্ত রয়েছে রাজ্য রাজনৈতিকমহল। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফের চিরাচরিত কটাক্ষের ভঙ্গিতে তোপ দাগলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বললেন,”এখন ওনার BJP ম্যানিয়া হয়ে গেছে। বৃষ্টি হলেও BJP-র দোষ, না হলেও। কারও মৃত্যু হলে, কারও সঙ্গে কারও ঝগড়া হলে সব জায়গায় BJP দেখেন। ওই ভূতটা ছাড়াবার দরকার আছে। প্রশাসন চালান। যারা দোষী তাদের সাজা দিন।”

পাশাপাশি আরো জানালেন,পশ্চিমবঙ্গে নতুন করে এই মুহূর্তে ছেলেধরার গুজব ছড়িয়েছে। এরকম গুজব নতুন নয়৷ তৃণমূল জামনায় এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। আসলে অযোগ্য শাসক থাকলে এমনটাই হয় বলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরো বললেন,”নিজের কাজটা উনি করুন। BJP কে জড়িয়ে কোনও লাভ হবে না। নিজের অযোগ্যতার প্রমাণ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যদি রাস্তার লোকের মতো কথা বলেন তবে সেই কথার গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত,শুক্রবার শুক্রবার হুগলির তারকেশ্বরের বালিগড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে পুলওয়ামা ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন,পুলওয়ামা কাণ্ডের পরেই হিংসার রাজনীতি আরও বেড়েছে গোটা দেশে। ছেলেধরা গুজবেও দাঙ্গা বাধানোর চেষ্টা করছে বিজেপি,আরএসএস।এর জেরে বাংলা তথা গোটা দেশের সম্প্রীতির ঐতিহ্য নষ্ট হচ্ছে। নেত্রী জানান,সর্বত্র গুজব ছড়ানো হচ্ছে। বোরখা পরিয়ে মানুষের ভিড়ে রাস্তায় কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার পর ছেলেধরা বলে তাকে পিটিয়ে মারার চেষ্টা। আর এরজন্যে সরাসরি বিজেপি,আরএসএসকে কাঠগড়ায় তোলেন মমতা। বলেন শুধুমাত্র লোকসভা ভোটের আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে হিন্দু মুসলমানের ভেতর বিভেদ সৃষ্টি করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা দিতেই এদিন সরব হন রাজ্য বিজেপি সুপ্রিমো।

উল্লেখ্য,শুক্রবার দিলীপ বাবু কড়া হুমকি দিয়ে বলেছিলেন,ইডেন ক্লাব হাউস থেকে ইমরান খানের ছবি না সরালে বিক্ষোভের পথকেই বেছে নেবেন তাঁরা। সেই কথা মতোই চব্বিশ ঘন্টার মধ্যে গতকাল দুপুরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে দফায় দফায় ইডেন ক্লাব হাউজের দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপি-র যুব সংগঠন যুব মোর্চার কর্মীরা। অবিলম্বে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবিকে সরিয়ে দেওয়ার দাবীকে সামনে রেখে শ্লোগান চলে ক্লাব হাউজে। এবং এই ছবি সরানো পর্যন্ত আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারী দিয়েছে যুব মোর্চা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!